Advertisment

দিল্লিতে 'দাদা'গিরি দেখিয়ে এলিট ক্লাবে ঢুকতে পারেন হিটম্যান

কোটলাতেই যদি রোহিত এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন তাহলে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে আটহাজারির তকমা পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Australia, 5th ODI: Rohit Sharma stands 46 runs away from equalling Sourav Ganguly's ELITE record

দিল্লিতে 'দাদা'গিরি দেখিয়ে এলিট ক্লাবে আসতে পারেন হিটম্যান (ছবি-টুইটার)

গত রবিবার মোহালিতে শিখর ধাওয়ানের ১৪৩ রানের দুরন্ত ইনিংসে ঢাকা পড়ে গিয়েছিলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হিটম্যান সেদিন  ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেই ফর্মে ফেরেন। মাত্র পাঁচ রানের জন্য তাঁকে সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়। আগামিকাল ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের শেষ ও পঞ্চম ওয়ান-ডে ম্যাচ খেলতে নামছে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় রোহিতের সামনে অনন্য রেকর্ডের হাতছানি অপেক্ষা করছে।

Advertisment

রোহিতের প্রয়োজন আর ৪৬টি রান। তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০০ রান করে ফেলবেন তিনি। ভারতীয় ব্যাটসম্য়ানদের মধ্যে শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি ও বিরাট কোহলির মতো এই এলিট ক্লাবে রয়েছেন। অপেক্ষা রোহিতের জন্য়।

আরও পড়ুন: বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন রোহিত শর্মা

এখানেই শেষ নয় কোটলাতেই যদি রোহিত এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন তাহলে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে আটহাজারির তকমা পাবেন। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ ২০০ ইনিংস খেলে ৮০০০ ওয়ান-ডে রান করেছিলেন। শচীনের তাঁর থেকে ১০টি ও ধোনির ১৪টি ইনিংস বেশি লেগেছিল। রোহিত এখনও পর্যন্ত ১৯৯টি ওয়ান-ডে ইনিংস খেলে ৪৭.৩৪-এর গড়ে ৭৯৫৪ রান করেছেন। মুম্বইকরের স্ট্রাইকরেট ৮৮.২০। ২২টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি করেছেন রোহিত। এই ফর্ম্যাটে দেশের জার্সিতে সবচেয়ে ছয় মারার নজিরও রয়েছে তাঁর। রোহিত মোহালিতেই সেই কৃতিত্ব অর্জন করেন। তাঁর ঝুলিতে ২১৮টি ছয়।

বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে এই ফর্ম্যাটে আট হাজার রান করেছিলেন বিরাট কোহলি। বাইশ গজের কিং নিয়েছিলেন ১৭৫টি ইনিংস। তিনি টপকে গিয়েছিলেন এবি ডিভিলিয়ার্সকে। প্রোটিয়া কিংবদন্তির এই রান করতে লেগেছিল ১৮২টি ইনিংস। দেশের হয়ে ওয়ান-ডে খেলে আট হাজার রান করার নজির রয়েছে মহম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র শেহওয়াগ ও যুবরাজি সিংয়েরও। 

Cricket Australia Sourav Ganguly India Rohit Sharma
Advertisment