Advertisment

কোহলির আউটে তিরস্কৃত রাহানেই রান আউট হয়ে নায়ক! ফেরার পথে জিতলেন হৃদয়

টানা দুদিন দাপট দেখিয়েছিল ভারতীয় বোলার-ব্যাটসম্যানরা। অশ্বিন-বুমরার দাপটে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। জবাবে রাহানের সেঞ্চুরিতে ভর করে ১৩১ রানের লিড নিয়ে নিয়েছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যেন একটা বৃত্ত সম্পন্ন হল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি রান আউট হওয়ার পর ভিলেন বনে গিয়েছিলেন। কোহলির কাছে মাঠেই ক্ষমা চেয়েছিলেন তিনি।

Advertisment

মেলবোর্নে যেন উলটপুরান। জাদেজার কলে সাড়া দিয়ে এবার তিনিই কিনা রান আউটের শিকার। তবে জাদেজাকে চোখ দিয়ে ভর্ৎসনা করা নয়, পিঠ চাপড়ে বরং উৎসাহ দিয়ে গেলেন সাজঘরে ফেরার আগে। রাহানের এই ব্যবহার হৃদয় জিতে নিয়েছে ক্রিকেট প্রেমীদের।

আরো পড়ুন: মেলবোর্নে ভারতের দাপটের মাঝেও দুঃসংবাদ! চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা

ভারতীয় ইনিংসের ১০০তম ওভারের ঘটনা। সেই সময় ৪৯ রানে ব্যাট করছিলেন জাদেজা। নাথান লিয়নের বল হালকা পুশ করেই হাফসেঞ্চুরি পূর্ণ করার পরিকল্পনা ছিল জাদেজার। সেই অনুযায়ী তিনি নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা রাহানেকে রান নেওয়ার জন্য কল করেন। তবে রাহানে রান পূর্ণ করার আগেই মার্নাস লাবুশানে দুরন্ত ফিল্ডিংয়ের নমুনা রাখেন। সরাসরি থ্রোয়ে বল পাঠিয়ে দেন উইকেটকিপার টিম পেইনের কাছে। পেইন যখন উইকেট ভেঙে দেন, তখনও ক্রিজে পৌঁছাতে পারেননি ক্যাপ্টেন রাহানে।

এভাবেই শেষ হয় ম্যাচের মোড় ঘোরানো ১২১ রানের পার্টনারশিপ।আউট হয়েও রাহানে জাদেজার পিঠ চাপড়ে আরো খেলা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে যান। রাহানে ১১২ রানে ফেরার কিছুক্ষণ পরেই অবশ্য প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। তাঁর আগে অবশ্য তারকা অলরাউন্ডার নিজের অর্ধশতরান পূর্ণ করে যান। ভারত প্রথম ইনিংস শেষ করে ১৩১ রানের লিড নিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে অজিরা বিপর্যয়ের মুখে। ১০৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। জাদেজা ২ উইকেট নিয়েছেন। অশ্বিন, সিরাজ, উমেশ, বুমরা প্রত্যেকেই ১টি করে উইকেট নিয়েছেন। হার কার্যত নিশ্চিত অস্ট্রেলিয়ার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI
Advertisment