অনুষ্কার গর্ভযন্ত্রণাতেই নাকি লজ্জার হার, বেনজির আক্রমণের মুখে বিরাট ঘরণি

ভারতের দুর্ভাবনা বাড়িয়ে মহম্মদ শামির সিরিজ প্রায় শেষ হয়ে গেল এদিন সকালেই। কামিন্সের শর্ট বল আছড়ে পড়ে শামির কব্জিতে।

ভারতের দুর্ভাবনা বাড়িয়ে মহম্মদ শামির সিরিজ প্রায় শেষ হয়ে গেল এদিন সকালেই। কামিন্সের শর্ট বল আছড়ে পড়ে শামির কব্জিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনুষ্কার প্রসববেদনা উঠেছে। তাই কোহলি দ্রুত টেস্ট শেষ করার তাগিদে দেশকে লজ্জাজনক হারের মুখে ঠেলে দিল! এমনই অবাস্তব যুক্তিতে এবার সরগরম সোশ্যাল মিডিয়া। ভারতের কলঙ্কের হারের ঢেউ সরাসরি আছড়ে পড়ল বিরাটের অন্তঃস্বত্ত্বা স্ত্রী অনুষ্কার উপর। শনিবারের বারবেলায় হঠাৎই ট্রেন্ডিং অনুষ্কা শর্মা।

Advertisment

ভারতকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছিলেন কোহলি নিজেই। দলের ব্যাটিং ব্যর্থতা একা সামাল দিয়ে কোহলি ৭৪ করেন।।স্কোরবোর্ডে ২৪৪ তোলে টিম ইন্ডিয়া। সেই রানে ভর করেই বুমরারা ঝাঁপিয়ে পড়েন প্রতিপক্ষের উপর। অজিদের ১৯১ রানে আটকে দেয় ভারত। টিম ইন্ডিয়াও লিড পায় ৫৩ রানের।

তবে দ্বিতীয় দিন শেষেও বোঝা যায়নি এই টেস্ট মাত্র দেড় সেশনেই খতম হয়ে যাবে। শনিবার সকাল থেকেই অঘটনের সূত্রপাত। একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যান। হ্যাজেলউড, কামিন্সদের বোলিংয়ের সামনে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি ভারত। দেশের ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে খতম হয়ে যায় কোহলিদের ইনিংস।

Advertisment

তারপরে বাকি রান তুলতে কোনো সমস্যাই হয়নি অজিদের। আর এমন লজ্জাজনক হারের জন্য ফের একবার 'অপয়া' বলা হচ্ছে অনুষ্কাকে।

প্রথম টেস্টের পরেই দেশে ফিরে আসছেন বিরাট কোহলি। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশেই থাকতে চান তিনি। আর কোহলির তাড়াহুড়ো নাকি এই কারণেই। এমনই ট্রোলে এবার বিরাট-অনুষ্কাকে ভরিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে একাধিকবার টিম ইন্ডিয়ার ব্যর্থতায় 'পনউতি' অপবাদ শুনতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা গত বিশ্বকাপের মঞ্চ, বিরাট ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলেই অনুষ্কাকে আক্রমণের শিকার হতে হয়েছে। এবারেও তার ব্যতিক্রম হল না।

Virat Kohli Anushka Sharma