IND vs AUS: বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজ ৩-১ ব্যবধানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) থেকে ভারতকে ছিটকে দিল অস্ট্রেলিয়া। রবিবারই তারা ৬ উইকেটে ভারতকে সিডনি টেস্টে পরাজিত করেছে। তার জেরে সিরিজ ৩-১ ব্যবধানে জিতল অজিরা। এই জয়ের ফলে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে।
এনিয়ে সিডনিতে ১০ বছরের মধ্যে প্রথমবার বিজিটি জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তারা পরপর দু'বার এই ট্রফির ফাইনালে উঠল। একইসঙ্গে তারা বিজিটির খরাও কাটাল। ২০১৫ সালের পর তারা এই ট্রফি জিতল।
২০১৭ সাল থেকে এই বিজিটির শেষ ৪টি সংস্করণ ভারত জিতেছে। সিরিজগুলো শেষ হয়েছে ২-১ ব্যবধানে। রবিবার ১৬২ রান তাড়া করে প্রথমে বিপাকে পড়েছিল অজিরা। ৭১ রানে তারা তিন উইকেট হারায়। কিন্তু, এরপর ধীরে ধীরে তারা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ১১তম জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে ১৭টি টেস্টে অজিদের পয়েন্ট বেড়ে হল ১৩০। তাদের পয়েন্ট শতাংশ (PCT) বেড়ে হল ৬৩.৭২। আর, উলটোদিকে সিডনি টেস হেরে যাওয়ায় ১৮ ম্যাচ খেলা ভারতের পয়েন্ট শতাংশ কমে হল ৫০। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সিডনি নিয়ে ভারত মোট ৭টি টেস্ট হারল। অস্ট্রেলিয়ার কাছে এই হারের আগে টিম ইন্ডিয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল।
গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত ফাইনালে উঠেছিল। এবার তারা পারল না। এবছর ১১ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সম্প্রতি বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে জিতে দক্ষিণ আফ্রিকা লর্ডসের ফাইনালে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ভারত ২০২৩ এবং ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল।
দু'বছর পরপর এই ফাইনাল হয়। প্রথমবার ফাইনাল হয়েছিল ২০২১ সালে। সেবার নিউজিল্যান্ড জিতেছিল। পরেরবার ফাইনাল, ২০২৩ সালে জিতেছে অস্ট্রেলিয়া। এবার ৪র্থ দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আগে এবছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা ০-২ ব্যবধানে পরাজিত হয়েছিল।
তার আগে ভারতের সঙ্গে হোম সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল প্রোটিয়ারা। কিন্তু, এরপর এমাসের শুরুতে তারা শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে পরাজিত করে। তার আগে টেম্বা বাভুমার ছেলেরা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশকেও হারায়। এমাসের শেষের দিকে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও দুটি টেস্ট খেলবে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ১০১টি টেস্টে পরস্পরের মুখোমুখি হয়েছে। এই টক্করে অস্ট্রেলিয়া ৫৪-২৬ ব্যবধানে এগিয়ে আছে।
প্রোটিয়ারা শেষবার ২০২২-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল। সেবার তারা ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। লর্ডসের ডব্লিউটিসি ফাইনাল আবার অন্যদিক থেকেও রেকর্ড গড়তে চলেছে। ১১৩ বছর পর এই প্রথমবার ইংল্যান্ডে কোনও নিরপেক্ষ টেস্ট আয়োজিত হতে চলেছে। এর আগে শেষবার ইংল্যান্ডে নিরপেক্ষ টেস্ট হয়েছিল ১৯১২ সালে। সেটা ছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট।