Advertisment

ভারতের বিরুদ্ধে টেস্ট টিম ঘোষণা করল অস্ট্রেলিয়া, রয়েছে এক জোড়া আনকোরা মুখ

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট। ১৪ ডিসেম্বর পার্থে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। অ্যডিলেড ও পার্থের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। দলে রয়েছে এক জোড়া আনকোরা মুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
Team Australia

টিম অস্ট্রেলিয়া (ছবি টুইটার)

ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ করেই তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট। ১৪ ডিসেম্বর পার্থে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। অ্যডিলেড ও পার্থের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। দলে রয়েছে এক জোড়া আনকোরা মুখ।

Advertisment

ভিক্টোরিয়া ওপেনার মার্কাস হ্যারিস ও বোলার ক্রিস ট্রেমেইন এসেছেন টিমে। ২৬ বছরের মার্কাস গত মাসে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে অপরাজিত ২৫০ রানের ইনিংস খেলেছিলেন। শেফিল্ড শিল্ডে তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। মনে করা হচ্ছে অ্যাডিলেডে ফিঞ্চের সঙ্গে ওপেন করতে পারেন তিনি। ট্রেমেইনকে নেওয়া হয়েছে বোলিং লাইন-আপ আরও শক্তিশালী করার জন্য়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ছাপ রেখে আসতে চাই আমরা: রোহিত

হ্যারিস-ট্রেমেইন বাদে অজি দলে সেরকম একটা পরিবর্তন আসেনি। এই টিমটাই গত মাসে পাকিস্তানের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। একটি টেস্ট ড্র হয় ও একটি টেস্ট হারে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নির্বাসন বহাল রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে তাঁদের এই টেস্টে খেলা হবে না।

উসমান খোয়াজা পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস ওপেন করেছিলেন। কিন্তু হাঁটুতে অস্ত্রোপচারের পর তাঁকে ফিটনেস পরীক্ষায় পাশ করেই প্রথম একাদশে আসতে হবে। সেক্ষেত্রে তিনে নামবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে খেলা মার্নাস লাবুশাঁয়ে বাদ পড়েছেন। অন্যদিকে অনেকদিন পর দলে ফিরেছেন পিটার হ্যান্ডসকম্ব। যিনি গত বছর অ্যাশেজে খেলেননি। বোলিং অ্যাটাকে মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। চতুর্থ সিমার হিসেবে পিটার সিডল খেলতে পারেন। নাহলে ট্রেমেইন ও ন্যাথান লিয়ঁর মধ্যে কোনও একজন।

এই দলে ছ’জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও পাঁচজন ফাস্টবোলার রয়েছেন। অজি দলের নির্বাচক ট্রেভর হ্যারিস জানিয়েছেন যে, টেস্ট শুরুর আগে এই ১৪ জন ক্রিকেটারের মধ্যে থেকে ১২ জন খেলোয়াড়কে চূড়ান্ত করবেন তাঁরা। বাকি দুই ক্রিকেটারকে ঘরোয়া শিল্ড ক্রিকেটের জন্য ছেড়ে দেওয়া হবে।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খোয়াজা,  ন্যাথান লিয়ঁ, মিচ মার্শ, শন মার্শ, টিম পেইন (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, ক্রিস ট্রেমেইন ও পিটার সিডল।,

cricket Cricket Australia
Advertisment