Ricky Ponting on Border-Gavaskar Trophy: আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে পেরে উঠবে না ভারত। সিরিজ হারবে ১-৩ ব্যবধানে। এমনই ভবিষ্যৎবাণী করে ফেললেন রিকি পন্টিং।
পন্টিং অবশ্য সাম্প্রতিক ইতিহাসের ট্রেন্ডের বিপরীতে গিয়েই নিজের ভবিষ্যৎবাণী ব্যক্ত করলেন। ২০১৭ থেকে শেষ চার ইন্দো-অজি সিরিজের চারটেই দখল করেছে টিম ইন্ডিয়া। দুবার ঘরের মাঠে (২০১৬/২০১৭, ২০২২/২০২৩) এবং দুবার ডাউন আন্ডার সিরিজে (২০১৮/২০১৯, ২০২১/২০২২ )।
তবে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ তুলেছিল। ২০২৫-এর জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পোঁছনোর বিষয়ে দুই দলই আপাতত ফেভারিট। ঘটনাচক্রে, আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিই নির্ধারণ করে দেবে এক ফাইনালিস্ট দলের নাম।
আরও পড়ুন: শচীন-সৌরভ-যুবরাজ! মহারথীদের নিয়ে ফের নয়া লিগে জয় শাহরা, তাণ্ডব ফেলা আপডেট প্রকাশ্যে
পন্টিং আশাবাদী এবার অস্ট্রেলিয়া সিরিজ জিততে সমর্থ হবে। আইসিসি রিভিউয়ে পন্টিং বলে দিয়েছেন, "দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ হতে চলেছে। শেষ দুটো সিরিজে ঘরের মাঠে যা হয়েছিল তাতে অস্ট্রেলিয়া ভারতের সামনে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।"
"আমি অস্ট্রেলিয়ার হয়েই বাজি ধরব। কখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজি ধরছি না। কোনও একটা ম্যাচে বিশ্রী আবহাওয়ার প্রকোপ থাকবে। একটা ম্যাচ ড্র হবে। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৩-১'এ সিরিজ জিতবে।"
অস্ট্রেলিয়া মূল দলে ব্যাপক রদবদল হবে, এমনটা মানছেন না পন্টিং। স্রেফ স্টিভ স্মিথের ওপেনিংয়ের জটিলতা বাদ দিলে অস্ট্রেলিয়ার কাঠামো একই থাকার সম্ভবনা। বলছেন জোড়া বিশ্বকাপজয়ী অজি নেতা। "অস্ট্রেলিয়ার স্কোয়াড প্রায় চূড়ান্ত হয়েই রয়েছে। স্রেফ একটা প্রশ্ন উঠতে পারে স্টিভ স্মিথ কি ওপেন করার উপযুক্ত! এই সংশয়-ই স্রেফ নজরে পড়ছে আমার। এবং অবশ্যই ক্যামেরন গ্রিনকে দলে ফিরিয়ে আনার বিষয়টি রয়েছে।"
তিনবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি বলে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনও একজন বাঁ হাতি সিমারকে অন্তর্ভুক্ত করতে পারে টিম ইন্ডিয়া। "খলিল আহমেদের মত কাউকে ওঁরা অস্ট্রেলিয়ায় আনতে পারে। জানি ও জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। টি২০ সিরিজেও খেলেছিল। তবে আমার মনে হয়, সফরকারী দলের হয়ে একজন বাঁ হাতি পেসারকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।"
এরপরে পন্টিংয়ের আরও সংযোজন, "মহম্মদ শামি ততক্ষণে ফিট হয়ে ঢুকে পড়বে। মহম্মদ সিরাজ তো থাকবেই। আর বুমরা তো কোথাও যাচ্ছে না। তাই দুই দলই নিঃসন্দেহে শক্তিশালী দল নামাতে চলেছে।"
নভেম্বরের ২২ তারিখ থেকে অপটাস স্টেডিয়ামে শুরু হবে এই মেগা সিরিজ।