/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Australia-wins-Pert-test.jpg)
১৪৬ রানে পার্থ টেস্ট জিতল অস্ট্রেলিয়া (ছবি টুইটার/বিসিসিআই)
অস্ট্রেলিয়া ৩২৬ ও ২৪৩
ভারত ২৮৩ ও ১৪০ (৫৬ ওভার, টার্গেট ২৪৩)
১৪৬ রানে জয়ী অস্ট্রেলিয়া
ম্যাচের সেরা ন্যাথান লিঁয়
প্রত্যাশা মতোই পার্থ টেস্ট হারল বিরাট কোহলি অ্যান্ড কোং। মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনের সকালেই ভারতের বাকি পাঁচ উইকেট তুলে ১৪৬ রানে জিতল টিম পেইন অ্যান্ড কোং। চার ম্যাচের সিরিজের ফল এখন ১-১।
এদিন ১১৩ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নামেন গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান হনুমা বিহারী ও ঋষভ পন্থ। বিহারী এদিন মাত্র চার রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে যান। স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে যান তিনি। অন্যদিকে পন্থ তাও কিছুটা ব্যাট করার চেষ্টা করেন। ৩০ রান করে তাঁকেও ফিরতে হয় ন্যাথাল লিঁয়র বলে।
আরও পড়ুন: নড়বড় করছে ভারত, সিরিজে আর খেলতে পারবেন না পৃথ্বী শ
ভারতের শেষ তিন ব্যাটসম্যান উমেশ যাদব (২), ইশান্ত শর্মা (০) ও যসপ্রীত বুমরা (০) ড্রেসিংরুমে আসা যাওয়ার মাঝে বেশি সময় নিলেন না। অজিদের হয়ে লিঁয় ও স্টার্ক নিলেন তিনটি করে উইকেট। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরু মেলবোর্নে।
Series level at 1-1. Off to Melbourne next #TeamIndia#AUSvINDpic.twitter.com/fP41utwpML
— BCCI (@BCCI) December 18, 2018
মেলবোর্ন আর সিডনিতে মাঠে নামা হবে না পৃথ্বী শ'র। ওয়ার্ম-আপ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে অ্যাডিলেড ও পার্থ টেস্ট থেকে ছিটকে যান পৃথ্বী। কিন্তু রিহ্যাবে এখনও সুস্থ হয়ে ওঠেননি মুম্বইয়ের তরুণ ওপেনার। ফলে এই সিরিজের বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না তাঁর। পৃথ্বীর পরিবর্তে দলে এলেন কর্ণাটকের ওপেনার ময়ঙ্ক আগরওয়াল।
UPDATE: @hardikpandya7 and @mayankcricket added to #TeamIndia's Test squad. #AUSvIND
Details: https://t.co/rWndXYJ2eNpic.twitter.com/t20hXpwNBH
— BCCI (@BCCI) December 17, 2018
অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরেছেন টিমের স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। কোমরে চোটের জন্য এশিয়া কাপের পর থেকেই ভারতীয় দলের বাইরে তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের হাত ধরে নিজেকে ম্যাচ ফিট করেছেন পাণ্ডিয়া। রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছেন তিনি। পেয়েছেন হাফ সেঞ্চুরিও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us