ভারতের ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে তুলল ৮ আর। ৪৩৫ রানে পিছিয়ে টিম পেইনের দল। বৃহস্পতিবার কোহলিরা সাত উইকেট হারিয়ে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে ৬ ওভার ব্যাট করেছে।
দুই ওপেনার মার্কাস হ্যারিস (৫) ও অ্যারন ফিঞ্চ (৩) অপরাজিত রয়েছেন ক্রিজে। এদিন কোহলি তাঁর দুই পেসার ও এক স্পিনারকে ব্যবহার করেছেন। ইশান্ত শর্মা ও যসপ্রীত বুমরার সঙ্গে হাত ঘুরিয়েছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু কেউই উইকেটের মুখ দেখেননি।
আরও পড়ুন: সেঞ্চুরি খুইয়েও পয়মন্ত অস্ট্রেলিয়ায় রেকর্ডের ছড়াছড়ি কোহলির
মেলবোর্ন টেস্টে শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটে অভিষেক করেই মন কেড়েছেন ময়ঙ্ক আগরওয়াল। ওপেন করতে নেমে ১৬১ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন বেঙ্গালুরুর বছর সাতাশের ব্যাটসম্যান। এরপর তৃতীয় উইকেটে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি স্কোরবোর্ডে ১৭০ রান যোগ করেন।
পূজারা এদিন কেরিয়ারের ১৭ নম্বর শতরানটা করে ফেলেন। ৩১৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। অন্যদিকে ১৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন কোহলি। ৮২ রানে থামেন তিনি। এরপর অজিঙ্ক রাহানে (৩৪), রোহিত শর্মা (অপরাজিত ৬৩) ও ঋষভ পন্থ (৩৯) দলের হয়ে অবদান রাখেন। ভারতের স্কোরবোর্ডে রীতিমতো ভাল রান দেখেই কোহলি ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন। আগামিকাল ইশান্তরা চাইবেন অজিদের দ্রুত উইকেট পতন।