ভারতের ৪৪৩ রান তাড়া করতে নেমে ১৫১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। সৌজন্যে যসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিং। মেলবোর্নে টেস্টের তৃতীয় দিনে ৪৩৫ রানে পিছিয়ে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। তাদের হাতে ছিল ১০ উইকেট। কিন্তু এদিন অজি ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে বুমরার হাতযশে। একাই তুলে নিলেন হাফ ডজন উইকেট। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি পেলেন একটি করে উইকেট। রবীন্দ্র জাদেজা পেলেন দু’উইকেট।
বুমরা বল করলেন ১৫.৫ ওভার। ৩৩ রান খরচ করে দিলেন চারটি মেডেন। বুমরার শিকার হলেন মার্কাস হ্যারিস, শন মার্শ, ট্র্যাভিস হেড, টিম পেইন, ন্যাথন লিঁয় ও জোশ হ্যাজেলউড। এদিন বুমরা এশিয়ার প্রথম বোলার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। ১৯৮৫ সালের পর থেকে কোন ভারতীয় ফাস্ট বোলারের জন্য এটাই সেরা পরিসংখ্যান। বলাই বাহুল্য বুমরার কেরিয়ারেও এটাই সেরা বোলিং। এর আগে চলতি বছর জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৪ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: বোল্ট ঝড়ে লণ্ডভণ্ড দ্বীপরাষ্ট্র
চলতি বছর টেস্ট ক্রিকেটে অভিষেক করেন বুমরা। এখনই তাঁর ঝুলিতে ৪৫টি উইকেট। বুমরা টপকে গেলেন দিলীপ দোশীকে। ১৯৭৯ সালে তিনি ভারতের হয়ে টেস্ট অভিষেক করে ৪০টি উইকেট নিয়েছিলেন সেই বছর। ৩৯ বছরের রেকর্ড ভাঙলেন বুমরা। এই তালিকায় তিনে রয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। ১৯৯৬ সালে ৩৭টি উইকেট নেন তিনি। এরপর রয়েছেন নরেন্দ্র হিরওয়ানি (১৯৮৮ সালে ৩৬টি উইকেট) ও এস শ্রীসন্থ (২০০৬ সালে ৩৫টি উইকেট)। চলতি বছর মহম্মদ শামি ও বুমরা যৌথ ভাবে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ২৯২ রানে এগিয়ে থাকা ভারত ফলো-অনের পথে হাঁটেনি। তারা ফের ব্যাট করতে নেমেছে।