Advertisment

ছিটকে গেলেন অজি ফাস্টবোলার রিচার্ডসন

আগামী শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচ। আগামী বৃহস্পতিবার শন মার্শের এবং টাইয়ের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kane Richardson ruled out due to injury, Andrew Tye named replacement

ছিটকে গেলেন অজি ফাস্টবোলার রিচার্ডসন (ছবি-টুইটার/ক্রিকেট অস্ট্রেলিয়া)

আর ঘণ্টাখানেক পরেই বেঙ্গালুরুতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগেই অ্যারন ফিঞ্চের শিবিরে দুঃসংবাদ। চোটের জন্য চলতি সিরিজ থেক ছিটকে গেলেন ফাস্টবোলার কেন রিচার্ডসন। তাঁর পরিবর্তে দলে যোগ দিচ্ছেন আন্দ্রে টাই।

Advertisment

বিশাখাপত্তনমেই নেট প্র্যাকটিসের সময় চোট পেয়েছিলেন তিনি। এখনও সুস্থ না-হওয়ায় তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলে। রিচার্ডসনের আসন্ন ওয়ান-ডে সিরিজেও খেলা হবে না। রিহ্যাবের জন্য দেশে ফিরে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: ভারতের তিন মহারথীর সামনে অনন্য রেকর্ডের হাতছানি

আগামী শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচ। আগামী বৃহস্পতিবার শন মার্শ এবং টাইয়ের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার খবর মঙ্গলবার বেঙ্গালুরুতে কয়েকটা ডেলিভারির পরেই নেট ছাড়েন তিনি।

রিচার্ডসন তাঁর অধিকাংশ উইকেটই ভারতের বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচে পেয়েছেন। সদ্যসমাপ্ত বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগাদেসের হয়ে ১৪ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শীর্ষ উইকেটগ্রাহক হন। গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ওয়ান-ডে খেলেছিলেন তিনি। যদিও সিরিজের ছ'টি ম্যাচেই অজিরা হেরেছিল।


চলতি দু’ম্যাচের টি-২০ সিরিজে ভারত এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। গত ম্যাচে শেষ বলের রুদ্ধশ্বাস থ্রিলারে অস্ট্রেলিয়া তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। এদিন জিততে মরিয়া কোহলি অ্যান্ড কোং।

India Australia
Advertisment