সব ঠিক থাকলে অ্যাডিলেডে ইতিহাস লিখতে চলেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জেতেনি। আগামিকাল অর্থাৎ সোমবার সেটাই দেখতে চলেছে আপামোর দেশবাসী। ইতিহাস আর ভারতের মাঝে এখন দূরত্ব ছ’কদম। টিম পেইনের অস্ট্রেলিয়াকে হারাতে ভারতের প্রয়োজন হাফ ডজন উইকেট। অন্যদিকে অস্ট্রেলিয়ার টার্গেট ২১৯। চতুর্থ দিনের শেষে তাদের স্কোর চার উইকেট হারিয়ে ১০৪।
চেতেশ্বর পূজারা (৭১) ও অজিঙ্ক রাহানের (৭০) ব্যাটে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান তোলে। অস্ট্রেলিয়ার হয়ে একাই ছ’উইকেট পান ন্যাথান লিঁয়। অজিদের জেতার জন্য় ৩২৩ রানের টার্গেট দিয়েছে ভারত। রান তাড়া করতে নেমে পেইনের দল ইতিমধ্য়েই হারিয়ে ফেলেছে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (১১) ও মার্কাস হ্যারিসকে (২৬)। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন টপ অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান উসমান খোয়াজা (৮)। পিটার হ্যান্ডসকম্বেরও (১৪) বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। ফিঞ্চ-খোয়াজাকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। মহম্মদ শামির শিকার খোয়াজা-হ্য়ান্ডসকম্ব। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার তাকিয়ে রয়েছে শন মার্শের ব্যাটের দিকে। ৩১ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁকে ১১ রানে সঙ্গ দিচ্ছেন ট্র্যাভিস হেড।
আরও পড়ুন: হাত বাড়ালেন রোহিত, তোয়াক্কাই করলেন না অশ্বিন!
এই টেস্ট শুরুর আগে থেকেই ক্রীড়া বিশেষজ্ঞ ও প্রাক্তনদের একাংশ বলেছিলেন, এই সিরিজে ভারতই ফেভারিট। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ না-থাকায় অ্যাডভান্টেজে থাকবে কোহলিরা। অ্যাডিলেডে ভারত জিততে পারলে শুধুই ইতিহাস লিখবে না, ক্রিকেট পণ্ডিতদের করা ভবিষ্য়দ্বাণীও ফলে যাওয়ার পথচলা শুরু করবে।