ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য় দল বেছে নিল ভারত। দু’ম্যাচের টি-২০ সিরিজের পর দু’দল খেলবে পাঁচ ম্যাচের ওয়ান-ডে। শুক্রবার দুই ফর্ম্যাটের দলই ঘোষণা করে দিলেন নির্বাচকরা। প্রত্যাশামতো দলে বেশ কয়েক’টা পরিবর্তন এসেছে। ক্যাপ্টেনসির ব্যাটন ফের একবার বিরাট কোহলির কাঁধে। অপ্রত্যাশিত ভাবে ওয়ান-ডে দল থেকে বাদ পড়েছেন ফর্মে থাকা দীনেশ কার্তিক।
ফের একবার দলে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল। টেলিভিশন শোয়ের বিতর্ক আর অফফর্মের জেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ঠাঁই পাননি তিনি। সম্প্রতি ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে ইন্ডিয়া-এ দলের হয়ে তাঁর ব্যাট কথা বলেছে। তারই সুফল পেলেন রাহুল। ঘটনাচক্রে জাতীয় দলের নির্বাচকদের বৈঠকে বসার কয়ের ঘণ্টা আগেই বেসরকারি টেস্ট শেষ হয়েছে।
আরও পড়ুন: India vs Australia 2019 Schedule: কবে, কোথায় আর কখন দেখবেন সব ম্যাচ?
মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ স্পিনার ময়ঙ্ক মারকাণ্ডেকে দু’ম্যাচের টি-২০ সিরিজের জন্য ডাকা হয়েছে। ইন্ডিয়া এ-টিমের হয়ে তিনিও ঝলসেছেন। হাত ঘুরিয়ে পাঁচ উইকেট পেয়েছেন বছর একুশের স্পিনার। দ্বিতীয় বেসরকারি টেস্টে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের ইনিংস ও ৬৮ রানের জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন ময়ঙ্ক। অন্যদিকে দীনেশ কার্তিককে বসিয়ে ঋষভ পন্থকে দলে নেওয়া হয়েছে। নির্বাচকরা একই সঙ্গে এই ইঙ্গিতও দিয়ে রাখলেন যে, সম্ভবত দীনেশের বিশ্বকাপের বিমান নাও ধরা হতে পারে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পন্থই হয়তো ইংল্যান্ডে উড়ে যাবেন।
টি-২০ সিরিজে ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলবেন উমেশ যাদব। দেশের এক নম্বর বোলার যসপ্রীত বুমরা রয়েছেন দুই ফর্ম্যাটেই। বুমরাকে নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে মনে করা হচ্ছিল যে, রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু নির্বাচকরা হিটম্যানকে দুই ফর্ম্যাটের জন্যই দলে রেখেছেন।
ভারতের টি-২০ দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভিসি), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, যসপ্রীত বুমরা, উমেশ যাদব, সিদ্ধার্থ কাউল ও ময়ঙ্ক মারকাণ্ডে।
India’s squad for T20I series against Australia: Virat (Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Rishabh Pant, Dinesh Karthik, MS Dhoni (WK), Hardik Pandya, Krunal Pandya, Vijay Shankar, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Umesh Yadav, Sidharth Kaul, Mayank Markande #INDvAUS
— BCCI (@BCCI) February 15, 2019
ভারতের ওয়ান-ডে দল (প্রথম দু’ম্যাচের): বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভিসি), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, যসপ্রীত বুমরা, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পন্থ, সিদ্ধার্থ কাউল ও লোকেশ রাহুল।
India’s squad for 1st and 2nd ODI against Australia: Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, Ambati Rayudu, Kedar Jadhav, MSD (wk), Hardik Pandya, Jasprit Bumrah, Mohamed Shami, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Vijay Shankar, Rishabh Pant, Siddharth Kaul, KL Rahul
— BCCI (@BCCI) February 15, 2019
ভারতের ওয়ান-ডে দল (শেষ তিন ম্যাচের): বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভিসি), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, যসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল ও ঋষভ পন্থ।
India’s squad for remaining three ODIs: Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, Ambati Rayudu, Kedar Jadhav, MSD (wk), Hardik Pandya, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Mohammed Shami, Vijay Shankar, KL Rahul, Rishabh Pant
— BCCI (@BCCI) February 15, 2019
অস্ট্রেলিয়ার মাটিতে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ভারত। টেস্টের পর ওয়ান-ডে সিরিজও জিতেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এবার অস্ট্রেলিয়া আসছে ভারতে। এখন দেখার বিরাটরা সেই সাফল্য ধরে রাখতে পারে কি না!
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল