জাতীয় সঙ্গীত শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ দিয়ে নেমে এল জল। সিডনিতে তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগেই জাতীয় সঙ্গীতের সময় এমনই আবেগপ্রবণ হয়ে পড়লেন তারকা পেসার মহম্মদ সিরাজ। বৃহস্পতিবার দুই দলের তারকা ক্রিকেটাররা যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে সেই সময়েই এমন দৃশ্য দেখা গেল। হায়দরাবাদের স্পিডস্টারকে দেখা গেল হাত দিয়ে চোখের জল মুছছেন। সিরাজের বোলিং পার্টনার জসপ্রীত বুমরা তাঁকে সামলান।
এর আগে মেলবোর্ন টেস্টে অভিষেকেই ছাপ রেখেছেন তিনি। অজি সফর চলাকালীন বাবার মৃত্যুও তাঁকে বিচলিত করতে পারেনি। দেশে বাবার শেষকৃত্যে যোগ না দিয়ে জাতীয় দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর মেলবোর্ন টেস্টে তাঁর অভিষেক ম্যাচেই বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন।
আরো পড়ুন: নটরাজনের বদলে টেস্ট অভিষেক সাইনির, রোহিত ঢুকতেই বাদ মায়াঙ্ক
বক্সিং ডে টেস্টে গত সাত বছরের প্রথম ভারতীয় বোলার হিসাবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট দখল করেছেন। দুই ইনিংসে ৩৬.৩ ওভার বল করে সিরাজ ৫ উইকেট সংগ্ৰহ করেছিলেন। কাকতালীয় ভাবে মহম্মদ সিরাজ যাঁর পরিবর্তে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিলেন সেই মহম্মদ শামিই শেষবার এই কৃতিত্বের সাক্ষী ছিলেন। ২০১৩-য় ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৭-য় সিরাজ জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেলতে নামার সময়েও আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আত্মপ্রকাশ তাঁর। সেই সময়েও আবেগবিহ্বল হয়ে পড়েন তিনি। সেই সিরিজের আগেই আশিস নেহরা জানিয়ে দিয়েছিলেন প্রথম টি২০-র পরেই অবসর নেবেন তিনি। তারপরেই রাজকোটে নেহরার জায়গায় জায়গা পান ২৩ বছরের সিরাজ। সেই সময় জাতীয় সঙ্গীতের পরেই তাঁকে দেখা যায়, চোখের জল সামলাচ্ছেন।
মাঠের বাইরের মত মাঠের ভিতরেও শিরোনামে সিরাজ। সিডনিতে বৃষ্টির কারণে দুটো সেশন খেলা ভণ্ডুল হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত মাত্র ১৩ ওভার খেলা হয়েছে। অস্ট্রেলিয়া ৩৬/১। অজিরা যাঁর ওপর দারুণভাবে ভরসা করেছিল সেই ওয়ার্নারকে (৫) ফিরিয়েছেন সিরাজই। স্লিপে তারকা বাঁ হাতিকে পূজারার হাতে ক্যাচ তুলতে বাধ্য করেছেন তিনি। আপাতত ক্রিজে ব্যাট করছেন অভিষেককারী উইল পুকভস্কি (২১) এবং মার্নাস লাবুশানে (১১)।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন