হাতে আর ছ’দিন। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্টে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোং। আর এর মাঝেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। রীতিমতো বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। শুক্রবার চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের উদীয়মান তারকা পৃথ্বী শ। সব ঠিক থাকলে অ্যাডিলেডে স্টার্কদের বিরুদ্ধে তাঁরই ওপেন করতে করার কথা ছিল।
এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান। ১৯ বছরের ক্রিকেটার ডিপ মিড-উইকেট বাউন্ডারিতে ক্যাচ নিতে গিয়ে ডেকে আনেন বিপত্তি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাক্স ব্রায়ান্টের ক্যাচ ধরতে গিয়ে বাঁ গোড়ালিতে মারত্মক চোট পান পৃথ্বী। তাঁর গোড়ালি নব্বই ডিগ্রি ঘুরে যায়। যন্ত্রণায় মাঠে কাতরান পৃথ্বী। বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ এদিন সকালেই শ’র স্ক্যান রিপোর্ট এসেছে। লিগামেন্টে চোট পেয়েছে ও। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ওকে পাওয়া যাবে না। এই মুহূর্তে ওকে চূড়ান্ত রিহ্যাবের মধ্যেই থাকতে হবে।”
আরও পড়ুন: শচীনের সঙ্গে দেখা করলেন পৃথ্বী শ
UPDATE: Prithvi Shaw ruled out of first Test against Australia in Adelaide. Full details here ---> https://t.co/bKZRSodVyR pic.twitter.com/gqFWUJKxNf
— BCCI (@BCCI) November 30, 2018
চলতি বছর অক্টোবরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় পৃথ্বীর। ১৫ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ারের অভিষেক টেস্টে সেঞ্চুরির নজির গড়েছিলেন তিনি। সেদিন রাজকোটে পৃথ্বীর ব্য়াট থেকে এসেছিল ১৫৪ বলে ১৩৪ রানের ঝকঝকে ইনিংস। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় তরুণ ক্রিকেটার হিসেবে পৃথ্বী টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন।এরপর হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও পৃথ্বী ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ইনিংসে ৭০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান আসে তাঁর ব্যাট থেকে। স্বাভাবিক ভাবেই অজিদের বিরুদ্ধে তাঁর দরজা খুলে যায়।
Young @PrithviShaw already managing to grab eyeballs here in Australia. Fans throng at The SCG for a selfie and autograph from the rising Star of #TeamIndia ???????????????????????? pic.twitter.com/EvYwGgEMTU
— BCCI (@BCCI) November 29, 2018
এমনকি গতকাল প্রস্তুতি ম্যাচেও দুরন্ত ব্যাট করেছেন পৃথ্বী। ওপেন করতে নেমে ৬৬ বলে ৬০ রান করেন তিনি। ঝকঝকে ইনিংসে ছিল ১১টি চার। অস্ট্রেলিয়াতে তিনি এখনই জনপ্রিয় হয়ে গিয়েছেন। সেখানে তাঁকে সেলফি আর অটোগ্রাফের আবদারও মেটাতে হয়েছে। পৃথ্বীর চোট ভারতীয় থিঙ্কট্যাঙ্কের সমস্যা অনেকটাই বাড়িয়ে দিল। ওপেনিং অর্ডারের রহস্য আরও ঘণীভূত হল।