৮৩-র বিশ্বকাপ জয়ের থেকেও অস্ট্রেলিয়ায় সিরিজ জয় এগিয়ে রাখছেন শাস্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অভিভূত বিরাট কোহলিদের হেডস্যার। রবি শাস্ত্রীর কাছে টিম ইন্ডিয়ার এই জয় দেশের প্রথম বিশ্বকাপ জয়ের থেকেও এগিয়ে থাকবে। 

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অভিভূত বিরাট কোহলিদের হেডস্যার। রবি শাস্ত্রীর কাছে টিম ইন্ডিয়ার এই জয় দেশের প্রথম বিশ্বকাপ জয়ের থেকেও এগিয়ে থাকবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Ravi Shastri

৮৩-র বিশ্বকাপ থেকেও অস্ট্রেলিয়ায় সিরিজ জয়কে এগিয়ে রাখছেন শাস্ত্রী (ছবি-টুইটার/বিরাট কোহলি)

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অভিভূত বিরাট কোহলিদের হেডস্যার। রবি শাস্ত্রীর কাছে টিম ইন্ডিয়ার এই জয় দেশের প্রথম বিশ্বকাপ জয়ের থেকেও এগিয়ে থাকবে। 

Advertisment

শাস্ত্রী সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন, “এই সিরিজ জয় অত্যন্ত তৃপ্তিদায়ক। ১৯৮৩-র বিশ্বকাপ বা ১৯৮৫-র বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের থেকেও এটা অনেক বড়। কারণ এটা খেলার প্রকৃত ফর্ম। টেস্ট ক্রিকেট অনান্য ফর্ম্যাটগুলোর মধ্যে সবচেয়ে কঠিন।” শাস্ত্রী এদিন টুইট করেও সেকথা জানিয়েছেন।

Advertisment

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ইতিহাস ভারতের, এ শুধু টুইটের দিন

শাস্ত্রী এদিন ভূয়সী প্রশংসা করেছেন কোহলির। বলেছেন এই মুহূর্তে বিশ্বের অন্য় কোনও টেস্ট ক্যাপ্টেনের মধ্যে তিনি কোহলির মতো প্যাশন দেখেন না। পাশাপাশি শাস্ত্রী এও জানিয়েছেন, অতীত থেকে শিক্ষা নিয়েই তাঁরা শেষ এক বছর অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেদের প্রস্ত্তু করেছেন। শাস্ত্রী বললেন, “অস্ট্রেলিয়ায় এসে আমাদের অস্ট্রেলিয়া ট্যুর শুরু হয়নি। আমরা এক বছর আগে দক্ষিণ আফ্রিকাতেই তার জন্য় প্রস্তুত হচ্ছিলাম। আমরা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চেয়েছিলাম। তার আগে পরীক্ষা নিরীক্ষা করেই দেখে নিতে চেয়েছিলাম আমাদের জন্য কোনটা ঠিক হবে। আমরা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটি থেকে অনেক কিছু শিখেছি। যে ভুলভ্রান্তি ওখানে করেছি। সেগুলো এখানে করিনি। সবচেয়ে ভাল লাগছে যে, এই দলটা শেষ ১২ মাস কাজ করেছে একসঙ্গে।”

Virat Kohli Cricket Australia India