/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/ErW8tvYVQAYDhSC_copy_760x422.jpeg)
সিডনিতে বর্ণবিদ্বেষী আক্রমণ মোটেই নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ইস্যুতে এবার এমন ভাষাতেই মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্টের সময়েই বেশ কিছু অজি সমর্থকের বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হন ভারতীয় ক্রিকেটাররা। তারপরেই ক্ষোভের আঁচ পৌঁছেছে জাতীয় দলের অন্দরে।
তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে অশ্বিন বলে দিলেন, এটাই প্রথম নয়, এর আগেও সিডনিতে এমন কান্ড ঘটেছে। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে তারকা স্পিনার বলে যান, "এর আগেও সিডনিতে আমরা রেসিজমের শিকার হয়েছি। ২০১১ সালে রেসিজম কী জিনিস জানতাম না। এতে ভয়ঙ্করভাবে নিজেকে ছোট মনে হয়। মানুষরা মুখের উপরেই হাসতে থাকে।"
আরো পড়ুন: মুসলিম হওয়ায় সিরাজকে কুৎসিত গালিগালাজ! চরম শাস্তির মুখে ছয় অস্ট্রেলীয়
গতকালই ফাইন লেগে ফিল্ডিং করার সময় মহম্মদ সিরাজকে লক্ষ্য করে অশালীন ভাষায় কিছু অজি সমর্থক গালিগালাজ করছিল। তারপরেই দিনের ৮৭ তম ওভারে সিরাজ দলের সতীর্থদের পাশাপাশি দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনকে বিষয়টি জানান। খেলা ১০ মিনিটের জন্য বন্ধও থাকে।
This must be dealt with an iron fist and we must make sure it doesn't happen again - @ashwinravi99 on the racial abuses being hurled at India players at the SCG#AUSvINDpic.twitter.com/Rlv9hMIHVq
— BCCI (@BCCI) January 10, 2021
তারপরেই মাঠের নিরাপত্তাকর্মীরা গ্যালারি থেকে ছয় জনকে চিহ্নিত করে বের করে দেন। জানা গিয়েছে অভিযুক্ত ছয় জনকে স্টেডিয়াম থেকে আজীবনের জন্য নির্বাসিত করা হতে পারে। সেই সঙ্গেই তাদের বিরুদ্ধে নিউ সাউথ ওয়েলস পুলিশ তদন্ত শুরু করেছে।
সেই ঘটনার পরেই জানা যায় সিরাজের পাশাপাশি জসপ্রীত বুমরাও জাতিগত বিদ্বেষের শিকার হয়েছেন। তারপরেই সরকারিভাবে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে কড়া বিবৃতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন