New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/04/MV7WdB3j4O2AfQ208ebd.jpg)
CT-Team India: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল। (ছবি- বিসিসিআই)
CT-Team India: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল। (ছবি- বিসিসিআই)
India Vs Australia Semi-Final Playing 11 in Champions Trophy 2025: আইসিসির নকআউট পর্বে বারবার পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন নির্ভর বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সের পর মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে ভারত আবারও মাঠে নামবে। তবে, এই ম্যাচের জন্য নতুন পিচ ব্যবহার করা হবে। তাই ভারত কি তাদের চার স্পিনারের কৌশল বজায় রাখবে নাকি মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়াকে সহায়তা করতে আরেকজন ফাস্ট বোলারকে দলে ঢোকাবে?
মহম্মদ শামি তাঁর সেরা ফর্মে নেই। এই পরিস্থিতিতে স্পিন আক্রমণই ভারতের ভরসা। অস্ট্রেলিয়া তাদের ইনজুরিতে থাকা অলরাউন্ডার ম্যাট শর্টের বদলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে অন্তর্ভুক্ত করতে পারে। তবে, তারা সম্ভবত মিডল অর্ডারে কুপার কনোলিকে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে বেছে নিতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা উইকেটকিপার জশ ইংলিস ওপেনিংয়ে নেমে বড় ম্যাচে বিরাট ভূমিকা গ্রহণ করতে পারেন।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, অর্জদীপ সিং, হর্ষিত রানা।
জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন, শন অ্যাবট, অ্যারন হার্ডি, তানভীর সাঙ্গা, কুপার কনোলি।
দুবাইয়ের বিশাল মাঠে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে বরুণ চক্রবর্তীর রহস্যময় স্পিনকে ব্যবহার করার কৌশল নিতে পারে ভারত। ভারতীয় স্পিন আক্রমণ নিউজিল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকেও চাপে ফেলেছিল। সেই কথা মাথায় রেখে পাঁচ স্পিনারও ব্যবহার করতে পারে টিম ইন্ডিয়া। যদিও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড স্পিন বল দুর্দান্ত খেলেন। সেই কথা মাথায় রেখেই স্কোয়াড সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।