scorecardresearch

ওয়ান ডে-তেও টি-২০ রেকর্ড বহাল রাখলেন সিরাজ

এ ম্যাচে খালিল আহমেদকে বসিয়ে জায়গা দেওয়া হয় সিরাজকে। ২২৫ তম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিকে খেললেন সিরাজ।

ওয়ান ডে-তেও টি-২০ রেকর্ড বহাল রাখলেন সিরাজ
২০ ও ৫০-এ একই রেকর্ড সিরাজের (ছবি ফেসবুক)

ডেবুতেই রেকর্ড করলেন মহম্মদ সিরাজ। তবে এ রেকর্ড ভুলে যেতে পারলেই ভাল হয়। একদিনের আন্তর্জাতিকের ডেবুতে কোনও ভারতীয় বোলার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করেছেন তিনি। টি ২০-তেও একই ধরনের রেকর্ড রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে দ্বিতীয় ম্যাচে মহম্মদ সিরাজকে দলে নেওয়া হয়।

এ ম্যাচে খালিল আহমেদকে বসিয়ে জায়গা দেওয়া হয় সিরাজকে। ২২৫ তম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিকে খেললেন সিরাজ। এদিন ১০ ওভার বল করে ৭৬ রান দিয়েছেন হায়দরাবাদের এই পেসার। কোনও উইকেটও পাননি। ডেবুতে সর্বোচ্চ রান খরচ করার রেকর্ড কারসন ঘাউড়ির দখলে। ১৯৭৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ১১ ওভার বল করে ৮৩ রান দেন। সেটিই ঘাউড়ির একমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

কাকতালীয়ভাবে সিরাজ টি ২০ ডেবুতেও একই কাণ্ড ঘটিয়েছিলেন। সেখানেও ডেবুতে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড তাঁর দখলে। রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচে খেলতে নেমে ৫৭ রান দেন সিরাজ।

অস্ট্রেলিয়া এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শন মার্শ তাঁর সপ্তম সেঞ্চুরিটি সেরে ফেলেন ভারতের বিরুদ্ধেই। ভুবনেশ্বর কুমার ডেথে দারুণ বোলিং করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৯৮-৮-এ আটকে রাখেন।

এদিন ভুবনেশ্বর ৪৫ রানে ৪ উইকেট নেন। শামি ৩ উইকেট দখল করেন ৫৮ রানের বিনিময়ে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs australia siraj second most expensive indian bowloer in one day debut