সেই পান্ডিয়া। আর সেই ফিনিশিং। ছক্কা মেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে জয় এনে দিলেন হার্দিক পান্ডিয়া। টানটান রুদ্ধশ্বাস ম্যাচে শেষবেলায় নায়ক হার্দিক পান্ডিয়া। ১৯৫ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল ভারত। অবিশ্বাস্য ম্যাচে রূপকথার নায়ক তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার ১৯৪/৫ এর জবাবে ভারত স্কোরবোর্ডে তুলল ১৯৫/৪। ভারতের জয় এল ছয় উইকেটে। আর হার্দিক ওডিআইয়ের পর টি২০-তেও প্রমাণ করে দিলেন ভারতের নতুন ধোনি হয়ে উঠতে প্রস্তুত তিনি।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। ড্যানিয়েল স্যামসের মাত্র চার বলেই জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দেন হার্দিক। ২২ বলে ৪২ রানের ইনিংসে জয় নিশ্চিত করলেন তিনি। অন্য প্রান্তে অপরাজিত থাকলেন শ্রেয়স আইয়ার (৫ বলে ১২)।
তার আগে বিশাল রান তাড়া করে ভারতের জয়ের মঞ্চ প্রস্তুত করে দেন রাহুল (২২ বলে ৩০), ধাওয়ান (৩৬ বলে ৫২) এবং কোহলিরা (২৪ বলে ৪০)। অজিদের কোনো বোলারই এদিন দাঁত ফোটাতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপে।
তার আগে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ১০ এর কাছাকাছি রানরেট নিয়ে অজিরা স্কোরবোর্ডে তুলেছিল ১৯৪। ৪ উইকেটের বিনিময়ে। ওপেন করতে নেমে উইকেটকিপার ম্যাথু ওয়েড ৩২ বলে ঝোড়ো ৫৮ করে গিয়েছিলেন। বাকি ব্যাটসম্যানরা আর কেউ হাফসেঞ্চুরি না পেলেও স্মিথ ৩৮ বলে ৪৬ করেছিলেন। শেষদিকে ম্যাক্সওয়েল ও হেনরিক্স করে যান যথাক্রমে ২২ ও ২৬।
বল হাতে এদিনও ভেলকি দেখান নটরাজন। আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে শামি, বুমরা-দুজনকেই বিশ্রামে পাঠানো হয়। চাহাল, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহাররা খরুচে হলেও নটরাজন নিজের ৪ ওভারের কোটায় মাত্র ২০ রান খরচ করে তুলে নেন ডারসি শর্ট এবং হেনরিকসের উইকেট।
যাইহোক, একদিনের সিরিজে হারের পর টি২০ সিরিজ জয় টেস্ট সিরিজের আগে যে ভারতের মনোবল বাড়াবে, তাতে সন্দেহ নেই।
আরো পড়ুন: ‘হিন্দুরা বেইমান’, হিন্দুদের জন্য বিষ ওগড়ালেন যুবির বাবা, ভিডিও দেখুন
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন