উমেশ যাদবের পরিবর্তে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল টি নটরাজনকে। বছরের শুরুতেই তামিলনাড়ুর পেসারকে সুখবর দিল বোর্ড। বাঁ পায়ের কাফ মাসলে উমেশ যাদব চোট পেয়েছিলেন দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে। সেদিনই উমেশ যাদবের স্ক্যান করা হয়। তারপরেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি দুই টেস্টে আর অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই বিদর্ভ পেসারের। পত্রপাঠ তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
তারপরেই শুক্রবার জাতীয় দলের নির্বাচকমন্ডলীরা উমেশ যাদবের পরিবর্তে টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেন টি নটরাজনকে। এর আগে ডান হাতে চিড় ধরায় প্রথম টেস্টের পরেই ছিটকে যান মহম্মদ শামি। তার পরিবর্তে নেওয়া হয়েছিল শার্দুল ঠাকুরকে।
আরো পড়ুন: সানার সঙ্গে ক্যামেরার সামনে সৌরভ, কপট রাগ-অভিমানে হিট বিজ্ঞাপন, দেখুন ভিডিও
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শামি এবং উমেশ যাদব বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করবেন। এদিকে, রোহিত শর্মা কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মেলবোর্নে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
ঘটনা হল, নটরাজন যোগ দেওয়ার পর প্রথম একাদশে তারকা পেসারের জায়গা হয় কিনা, সেটা দেখার। উমেশের জায়গায় প্রথম একাদশে ঢোকার দাবিদার নটরাজন, শার্দুল ঠাকুর এবং নভদীপ সাইনি।
বোর্ডের এক সোর্স টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছেন, “শামির পরিবর্ত হিসাবে স্কোয়াডে নেওয়া হয়েছিল শার্দুল ঠাকুরকে। এছাড়াও নভদীপ সাইনিও রয়েছেন। তবে বোলিং আক্রমণে বৈচিত্র্যের কথা মাথায় রেখে নটরাজনকে প্রথম একাদশে খেলানো হতে পারে। মিচেল স্টার্ক যেমন নাথান লিয়নের জন্য ফুটমার্কস তৈরি করেন, তেমনই নটরাজনও করতে পারে জাদেজা-অশ্বিনদের জন্য।”
এখন সূত্রের খবর, শার্দুলের তুলনায় টি নটরাজনের পাল্লা ভারি। মহম্মদ সিরাজ এমনিতেই মহম্মদ শামির জায়গায় প্রথম টেস্টে খেলতে নেমে বক্সিং ডে টেস্টে ছাপ ফেলেছেন। নজর কেড়েছেন সবার। এবার উমেশের জায়গায় দলে ঢোকার দাবিদার হিসাবে শার্দুল, নটরাজনদের সঙ্গেই রয়েছেন নভদীপ সাইনিও। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বোলিংয়ে বৈচিত্র্যের কারণেই শিকে ছিড়তে পারে নটরাজনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন