Advertisment

ব্যাটে-বলে বাজিমাত বিরাট বাহিনীর, প্রথম টি২০ ম্যাচে অজি-বধ ভারতের

ওয়ানডে সিরিজ হারের হতাশা ঝেড়ে ফেলে টি-২০ সিরিজে এগিয়ে গেল ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত- ১৬১/৭ (রাহুল ৫১, জাদেজা ৪৪, হেনরিক্স ৩/২২)

Advertisment

অস্ট্রেলিয়া- ১৫০/৭ (ফিঞ্চ ৩৫, চাহাল ৩/২৫)

ভারত ১১ রানে জয়ী

প্রথমে ব্যাট হাতে কেএল রাহুল এবং জাদেজার দুরন্ত ইনিংস। পরে বল হাতে জ্বলে উঠলেন চাহাল-নটরাজনরা। ওয়ানডে সিরিজ হারের হতাশা ঝেড়ে ফেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ছিনিয়ে নিল বিরাট কোহলির ভারত। যার ফলে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।

এদিন প্রথমে ব্যাট করে ১৬১ রান করে ভারত। ওপেনার কেএল রাহুলের দুরন্ত অর্ধ শতরানের দৌলতে প্রথমে মনে হচ্ছিল বড় স্কোর খাড়া করবে ভারত। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি বিশ্রী ক্যাচ দিয়ে দ্রুত আউট হতে ধস্ নামে ভারতীয় ব্যাটিং অর্ডারে। তারপর একে একে টিম ইন্ডিয়ার ব্য়াটসম্যানরা আয়ারাম-গয়ারামের মতো প্যাভিলিয়নে ফিরতে থাকেন।

publive-image

একসময় মনে হচ্ছিল বড় স্কোর তো দূর, অন্তত লড়াই করার মতো টার্গেট রাখতে পারবে কি না ভারত। কিন্তু তখনই ব্যাট হাতে ফের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জাদেজা। ফের তাঁর ঝোড়ো ইনিংসের দৌলতে লড়াইয়ের জায়গায় পৌঁছয় ভারত।

বল হাতেও জ্বলে ওঠেন ভারতীয় বোলাররা। শুরুিতে সাফল্য না পেলেও ফিঞ্চকে আউট করতেই ম্যাচের রাশ ধীরে ধীরে ভারতের হাতে যেতে থাকে। তামিলনাড়ুর বাঁহাতি পেসার নটরাজন এবং স্পিনার চাহালের কামালে একের পর এক উইকেট পড়তে থাকে অজি মিডল অর্ডারের। খেলা শেষ বল পর্যন্ত নিয়ে গেলেও কাজের কাজ করতে পারেননি টেল এন্ডাররা। প্রথম টি-২০ ম্যাচ জিতে সিরিজে বাকি ম্যাচগুলির জন্য আত্মবিশ্বাসে টগবগে হয়ে গেল টিম ইন্ডিয়া।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India Australia Cricket News T20
Advertisment