scorecardresearch

বড় খবর

ভারতের জয়ী দলেও ঘটছে তিন পরিবর্তন, মহা-অভিষেকের মুখে নটরাজন

ভারতীয় দলে এমনিতেই চোট আঘাতের সমস্যা বেড়েই চলেছে। ভুবনেশ্বর কুমারের পর ইশান্ত শর্মা, মহম্মদ শামি ছিটকে গিয়েছেন। এবার চোট পেয়েছেন উমেশও।

ভারতের জয়ী দলেও ঘটছে তিন পরিবর্তন, মহা-অভিষেকের মুখে নটরাজন

মেলবোর্নে মুখের উপর জবাব দেওয়া গিয়েছে। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য সিডনি টেস্ট। সেখানে জিতলেই সিরিজ হারের সম্ভাবনায় ফুলস্টপ। তবে মেলবোর্ন টেস্ট দাপটে জিতলেও টিম ইন্ডিয়ার একাদশে তিনটে পরিবর্তন দেখা যেতে পারে এমনটাই জানা গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

উমেশ যাদব চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্তে টি নটরাজন নাকি শার্দুল ঠাকুর, তা নিয়ে জল্পনা চলছেই। টিম ম্যানেজমেন্টও এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত। মহম্মদ শামি প্রথম টেস্টের পর ছিটকে যাওয়ায় শার্দুল ঠাকুরকে টেস্ট স্কোয়াডে সংযোজন করে নেওয়া হয়েছিল। সীমিত ওভারের সিরিজের পর শার্দুল এবং নটরাজন দুজনকেই টেস্টের দলের সঙ্গে রেখে দেওয়া হয়। এখন সূত্রের খবর, শার্দুলের তুলনায় টি নটরাজনের পাল্লা ভারি।

আরো পড়ুন: সানার সঙ্গে ক্যামেরার সামনে সৌরভ, কপট রাগ-অভিমানে হিট বিজ্ঞাপন, দেখুন ভিডিও

বোর্ডের এক সোর্স টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছেন, “শামির পরিবর্ত হিসাবে স্কোয়াডে নেওয়া হয়েছিল শার্দুল ঠাকুরকে। এছাড়াও নভদীপ সাইনিও রয়েছেন। তবে বোলিং আক্রমণে বৈচিত্র্যের কথা মাথায় রেখে নটরাজনকে প্রথম একাদশে খেলানো হতে পারে। মিচেল স্টার্ক যেমন নাথান লিয়নের জন্য ফুটমার্কস তৈরি করেন, তেমনই নটরাজনও করতে পারে জাদেজা-অশ্বিনদের জন্য।”

মহম্মদ সিরাজ এমনিতেই মহম্মদ শামির জায়গায় প্রথম টেস্টে খেলতে নেমে বক্সিং ডে টেস্টে ছাপ ফেলেছেন। নজর কেড়েছেন সবার। এবার উমেশের জায়গায় দলে ঢোকার দাবিদার হিসাবে শার্দুল, নটরাজনদের সঙ্গেই রয়েছেন নভদীপ সাইনিও। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বোলিংয়ে বৈচিত্র্যের কারণেই শিকে ছিড়তে পারে নটরাজনের।

রোহিত শর্মা আবার তৃতীয় টেস্টের জন্যই ম্যাচ ফিট হয়ে যাচ্ছেন। কেএল রাহুলও আবার প্রথম একাদশে ঢোকার দাবিদার। রোহিত সম্ভবত মায়াঙ্ক আগারওয়ালের জায়গায় ওপেন করবেন শুভমান গিলের সঙ্গে। অন্যদিকে, মিডল অর্ডারে হনুমা বিহারীর জায়গায় দলে ঢুকতে পারেন কেএল রাহুল।

সেই সোর্স জানান, “রোহিত ইনিংসের শুরুতে খেলতে পারেন অথবা নামতে পারেন পাঁচ নম্বর পজিশনে। কারণ কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ম্যাচে একটু দেরিতে নামা রোহিতের পক্ষেই ভাল। যদি রোহিত পাঁচ নম্বরে আসেন তাহলে কেএল শুভমান গিলের সঙ্গে ইনিংসের সূচনা করবেন।”

ঘটনা হল, টিম ম্যানেজমেন্ট কি জয়ী দলের একাদশ থেকে তিনটে পরিবর্তন ঘটানোর মত সাহস দেখাতে পারবেন? যাইহোক, রোহিতের অন্তর্ভুক্তি এবং উমেশের বদলি হিসাবে শার্দুল অথবা নটরাজনকে দেখা যাবেই সেই বিষয় একপ্রকার নিশ্চিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs australia team india could bring 3 changes in playing xi in sydney