জোড়া উইকেট সাইনির, স্মিথ-লাবুশানের ফিফটিতে লিড তিনশো ছুঁইছুঁই

তৃতীয় দিনের শেষে ভারত ২৪৪ রানে অলআউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া দিনের শেষে ২ উইকেট হারিয়ে তুলেছিল ১০৩ রান। দুই ওপেনার আউট হয়ে গেলেও ক্রিজে ব্যাটিং করছিলেন স্মিথ-লাবুশানে।

তৃতীয় দিনের শেষে ভারত ২৪৪ রানে অলআউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া দিনের শেষে ২ উইকেট হারিয়ে তুলেছিল ১০৩ রান। দুই ওপেনার আউট হয়ে গেলেও ক্রিজে ব্যাটিং করছিলেন স্মিথ-লাবুশানে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ম্যাচে জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোর ১৮২/৪। প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে অজিরা। তবে এর মধ্যেই ফিফটি করে দলের লিড ২৭৬ করে ফেলেছে ক্যাঙ্গারু বাহিনী।

Advertisment

গতকাল দিনের শেষে অস্ট্রেলিয়া ১০৩/২ করেছিল। ক্রিজে ব্যাটিং করছিলেন স্মিথ এবং লাবুশানে। দুজনের জুটিতে ভাঙন ধরান নভদীপ সাইনি। ১১৮ বলে ৭৩ করে সাজঘরে ফেরেন লাবুশানে। তবে তার আগে স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১০৩ রান যোগ করে যান তিনি।

লাবুশানে আউট হওয়ার পরের ওভারেই সাইনি তুলে নেন ম্যাথু ওয়েডকে। একইভাবে ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। আপাতত ৫৮ করে ক্রিজে অপরাজিত স্মিথ। সঙ্গে রয়েছেন ক্যামেরন গ্রিন (২১)।

কতদূর এই লিড টেনে নিয়ে যেতে পারে অজিরা সেটাই দেখার।

Advertisment

আরো পড়ুন: জোড়া চোটের কবলে জাদেজা-পন্থ, আঘাতে আঘাতে বিপর্যস্ত টিম ইন্ডিয়া

ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Steve Smith Cricket Australia