ম্যাচ বাঁচানোই চ্যালেঞ্জের ছিল। সেই ম্যাচই এবার ভারত জয়ের স্বপ্ন দেখছে ঋষভ পন্থের সৌজন্যে। পন্থের মারকাটারি ব্যাটে পাল্টা দিচ্ছে টিম ইন্ডিয়া। লাঞ্চের সময় খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত ২০৬/৩। ওয়ানডে-র মেজাজে ব্যাট করে পন্থ ৯৭ বলে ৭৩ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে রয়েছেন পূজারা (৪১)। জয়ের জন্য এখন ভারতের প্রয়োজন ২০১ রান। হাতে দুই সেশন।
গতকাল দিনের শেষে ভারত দলগত সেঞ্চুরির আগেই দুই ওপেনারকে খুইয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। গিল, রোহিত শর্মা ফিরে যাওয়ার পরে ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং রাহানে। তবে পঞ্চম দিনে প্রথম সেশনের শুরুতেই আউট হয়ে যান ক্যাপ্টেন রাহানে (৪)। হারের আশঙ্কা যখন আরো তীব্র, তখনই ম্যাচ ধরে নেন পন্থ এবং পূজারা। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে ১০০ রানের পার্টনারশিপ গড়ে দলকে টানছেন। মাত্র ৬৪ বলে নিজের ফিফটি পূর্ণ করেন পন্থ। এখনো পর্যন্ত নিজের ইনিংসে ৮টা বাউন্ডারির পাশাপাশি তিনটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
বাকি দুই সেশনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলির ইতিহাস গড়তে পারবে ভারত, সেটাই এখন দেখার।
আরো পড়ুন: মুসলিম হওয়ায় সিরাজকে কুৎসিত গালিগালাজ! চরম শাস্তির মুখে ছয় অস্ট্রেলীয়
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন