সিডনিতে অকাল বৃষ্টি। যে কারণে মাত্র ৭ ওভার পরেই খেলা বন্ধ রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের ৪ ওভারের মাথাতেই আউট ওয়ার্নার।
প্রথম দুই টেস্টে ওয়েড-জো বার্নসের ওপেনিং জুটি আশা না জোগাতে পারায় সিডনিতে পুরো কম্বিনেশনই বদলে ফেলা হয়েছে। পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও ওয়ার্নারকে প্রথম একাদশে রাখা হয়েছে। সেই সঙ্গে উইল পুকভস্কিকে অভিষেক ঘটিয়ে দেওয়া হল অজিদের তরফ থেকে। ম্যাথু ওয়েডকে ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে ঠেলে দেওয়া হয়েছে।
ওয়ার্নার-পুকভস্কি জুটি অবশ্য ভরসা জোগাতে পারল না। ইনিংসের চতুর্থ ওভারেই সিরাজের শিকার ওয়ার্নার। ৮ বলে মাত্র ৫ রান করে সিরাজের বলে পূজারার হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
ক্রিজে আপাতত ব্যাটিং করছেন পুকভস্কি (১৪) এবং মার্নাস লাবুশানে (২)। ৭.১ ওভার পরেই বৃষ্টিতে খেলা স্থগিত রয়েছে আপাতত। অস্ট্রেলিয়া ২১/১।
আরো পড়ুন: নটরাজনের বদলে টেস্ট অভিষেক সাইনির, রোহিত ঢুকতেই বাদ মায়াঙ্ক
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন