/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/Era0rqVVkAMcFBS_copy_760x422.jpeg)
উত্তেজক মোড়ে দাঁড়িয়ে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের শেষ দিন। জয়ের জন্য ৪০৭ রান তাড়া করতে নেমে চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ২৮০/৫। জয়ের জন্য এখনও প্রয়োজন ১২৭। বাকি এক সেশনে জিততে ভারতের ভরসা হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিন জুটি। অন্যদিকে অজিদের সামনে ২-১ করার হাতছানি। তবে ভারতকে বাকি এক সেশনেই অলআউট করতে হবে।
That's the end of the second session on Day 5! #TeamIndia are 280/5, need 127 runs to win.
Scorecard - https://t.co/xHO9oiKGOC#AUSvINDpic.twitter.com/AronfkfmRd
— BCCI (@BCCI) January 11, 2021
তার আগে এদিন ভারতকে ম্যাচে ফেরায় পন্থ-পূজারা পার্টনারশিপ। সাত সকালেই রাহানে আউট হয়ে যাওয়ার পর পন্থ-পূজারা দুরন্ত খেলে যান। পন্থ মাত্র ৩ রানের জন্য শতরান হাতছাড়া করেন। ১১৮ বলে ৯৭ করার পর তারকা উইকেটকিপারকে ফেরান নাথান লিয়ন। পন্থ আউট হয়ে যাওয়ার পর পূজারাও ব্যক্তিগত ৭৭ রানে আউট হয়ে যান। হ্যাজেলউড বোল্ড করে দেন পূজারাকে।
আরো পড়ুন:‘বাদামি কুকুর’, ‘ভোটকা বাঁদর’! সিরাজকে কী কী অপশব্দ বলল অজিরা, ফাঁস হয়ে গেল
গতকাল দিনের শেষে ভারত দলগত সেঞ্চুরির আগেই দুই ওপেনারকে খুইয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। গিল, রোহিত শর্মা ফিরে যাওয়ার পরে ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং রাহানে। তবে পঞ্চম দিনে প্রথম সেশনের শুরুতেই আউট হয়ে যান ক্যাপ্টেন রাহানে (৪)। হারের আশঙ্কা যখন আরো তীব্র, তখনই ম্যাচ ধরে নেন পন্থ এবং পূজারা। এই ম্যাচে এখন তিন ধরণের ফলাফল হতে পারে- ভারতের জয়, অস্ট্রেলিয়ার জয় এবং ড্র।
লাস্ট সেশনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ইতিহাস গড়তে পারবে ভারত, সেটাই এখন দেখার।
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন