Advertisment

অস্ট্রেলিয়ায় ফের শুরু সংক্রমণ, বদলাতে পারে কোহলিদের টেস্ট ভেন্যু

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা অংশ আবার মেলবোর্নেই বক্সিংডে টেস্ট আয়োজনে পক্ষপাতী। পরিস্থিতি বিবেচনা করে ফাঁকা স্টেডিয়ামেও খেলতে হতে পারে কোহলি, পেইনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। সেই কারণেই এবার ভারতের বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট সরিয়ে নেওয়া হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন অজি টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ভিডিও বার্তায় অজি নেতা বলেছেন, "একজন ক্রিকেটারের দৃষ্টি থেকে সবসময়েই বক্সিং ডে টেস্টে ভরা স্টেডিয়ামে সেরা ভেন্যুতে আমরা খেলতে চাই। বক্সিং ডে তে, এমসিজি তে খেলার ব্যাপারই আলাদা। আশা করি সবকিছু ঠিকঠাক চললে এমসিজিতেই দেখা যেতে পারে আমাদের। অস্ট্রেলিয়ায় বিশ্বমানের স্টেডিয়ামের অভাব নেই। যদি কোনো কারণে ভেন্যু বদলাতেও হয়, তাহলেও আমাদের কাছে একাধিক অপশন রয়েছে।"

Advertisment

গত কয়েক সপ্তাহ ভিক্টোরিয়া প্রদেশে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাই বক্সিং ডে টেস্ট মেলবোর্ন থেকে পার্থে নিয়ে যাওয়ায় পক্ষপাতী ক্রিকেট অস্ট্রেলিয়াও। যদি একান্তই পার্থেই ভেন্যু বদলাতে হয়, তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে অপটাস স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হতে পারে। যে স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারেন। অস্ট্রেলিয়ার অন্যতম স্টেডিয়াম এই অপটাস।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা অংশ আবার মেলবোর্নেই বক্সিংডে টেস্ট আয়োজনে পক্ষপাতী। পরিস্থিতি বিবেচনা করে ফাঁকা স্টেডিয়ামেও খেলতে হতে পারে কোহলি, পেইনদের।

টিম পেইন জানিয়েছেন, "বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমি সত্যি বলছি অবস্থা এখনও স্বাভাবিক নয়। সবকিছুই বিচার বিবেচনার পর্যায়ে। তবে গ্রীষ্মে ক্রিকেট খেলার সময় আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবং দর্শকদের সামনেই আমরা খেলতে পারবো। সমস্যা কতটা তা এখনও আমরা বুঝতে পারছি না। কেউ সরাসরি এমন প্রশ্নের জবাবও দিতে পারবে। কারণ প্রত্যেক সপ্তাহেই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। এখনো তিন মাস সময় হাতে রয়েছে। সেই সময়ে পরিস্থিতি কেমন দাঁড়াবে তা এখনো বুঝতে পারছি না।"

ডিসেম্বরের ৩ তারিখ থেকে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্ট শুরু হচ্ছে।

Cricket Australia BCCI
Advertisment