Advertisment

ন্যায্য আউট দেওয়া হল না, আম্পায়ারের উপর রাগে ফেটে পড়লেন বুমরা

করোনা ভাইরাস পরবর্তী সময়ে খেলা শুরু হওয়ার পর স্থানীয় আম্পায়াররাই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন। আইসিসির নয়া গাইডলাইন নিয়ম সংশোধন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম দিনে বল হাতে কামাল দেখিয়েছিলেন জসপ্রীত বুমরা। তিনিই এবার আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন। প্রশ্ন তুলে দিলেন অজি আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে। দ্বিপাক্ষিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ারদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাখলেন।

Advertisment

পুরোটাই টিম পেইনের রান আউটকে কেন্দ্র করে।রান আউট হওয়া সত্ত্বেও থার্ড আম্পায়ার পেইনকে নট আউট দেন। এতেই ভারতীয় ক্রিকেটারদের ক্ষোভ চরমে পৌঁছেছে।

আরো পড়ুন: সুপারম্যানের মত উড়ে পূজারার ক্যাচ নিলেন পেইন, দেখুন ভিডিও

সাংবাদিক সম্মেলনে বুমরা সেই কারণে বলে দেন, "এটা দুর্ভাগ্যজনক যে আম্পায়াররা অন্য কোথাও যেতে পারছেন না। তবে এটা এমন একটা বিষয় যা আমরা পরিবর্তন করতে পারি না। আমরা সেই বিষয়েই ফোকাস করছি যেটা আমরা পরিবর্তন করতে পারি। এতেই গোটা টিম ফোকাস করছে।"

প্রথম দিন তৃতীয় সেশনে টিম পেইনের রান আউট পুরোপুরি অজিদের পক্ষে দেন তৃতীয় আম্পায়ার। দিনের ৫৫তম ওভারের ঘটনা ছিল। ক্যামেরন গ্রিন এবং টিম পেইন রান নেওয়ার সময়ে ভুল বোঝাবুঝির শিকার হন। তবে আম্পায়ার কার্যত বাঁচিয়েই দেন অজি অধিনায়ককে। শ্যেন ওয়ার্নও সেই সময় বলে বসেন, পেইনের সাজঘরে ফিরে যাওয়ার কথা।

ঘটনা হল, করোনা ভাইরাস পরবর্তী সময়ে খেলা শুরু হওয়ার পর স্থানীয় আম্পায়াররাই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন। আইসিসির নয়া গাইডলাইন বলছে, ট্র্যাভেলে ঝুঁকি এড়ানোর জন্য আপাতত স্থানীয় আম্পায়াররাই দায়িত্বে থাকবেন কেবলমাত্র।

এর আগে আইসিসির এই নিয়মে ক্ষোভ উগরে দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও। তিনি বলেছিলেন, ক্রিকেটাররা ট্র্যাভেল করে কোয়ারেন্টাইন করতে পারলে আম্পায়াররা পারবেন না কেন!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI ICC
Advertisment