ভারতীয় পেস বিভাগে চোট আঘাতের ধাক্কা শেষ হচ্ছে না। ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মার পর ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামিও। এবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় ইনজুরিতে পড়লেন উমেশ যাদব। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। সেই সময় উমেশ নিজের কোটার চতুর্থ ওভারের বল করছিলেন। সেই ওভারেই হাঁটুতে চোট পেয়ে বসেন।
সেই ওভারের ঠিক দু ওভার আগেই উমেশ আউট করে দিয়েছিলেন অজি ওপেনার জো বার্নসকে। দুরন্ত স্পেল চলাকালীনই যন্ত্রণায় কাতরাতে থাকেন উমেশ। সঙ্গেসঙ্গেই মেডিকেল টিম এসে হাজির হয় মাঠে। তারপর খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে রওনা দেন। উমেশের ওভারের বাকি বলের কোটা পূরণ করেন মহম্মদ সিরাজ।
আরো পড়ুন: দেখিয়ে দিলেন রাহানে! সেঞ্চুরি করে জয়ের চৌকাঠে পৌঁছে দিলেন দেশকে
বোর্ডের তরফে পরে টুইট করে জানানো হয়েছে, কাফ মাসলে চোট লেগেছে উমেশের। আপাতত স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে তারকাকে। বোর্ডের মেডিকেল টিম চোটের গুরুত্ব খতিয়ে দেখছে।
ভারতীয় দলে এমনিতেই চোট আঘাতের সমস্যা বেড়েই চলেছে। ভুবনেশ্বর কুমারের পর ইশান্ত শর্মা, মহম্মদ শামি ছিটকে গিয়েছেন। এবার বাকি সিরিজে যদি উমেশও ছিটকে যান, বড়সড় সমস্যায় পড়বে ভারত।
ঘটনা হল, ভারত এমনিতেই মেলবোর্ন টেস্টে পাঁচ বোলারে খেলছে। সেক্ষেত্রে এই টেস্টে সেরকম সমস্যায় পড়বেন না রাহানেরা। কিন্তু বাকি সিরিজে কী হবে, তা ভেবেই ঘুম উড়েছে টিম ইন্ডিয়ার।
মেলবোর্নে ইতিমধ্যেই ভারত যথেষ্ট ভাল পজিশনে। ১৩১ রানের লিডে প্রথম ইনিংস শেষ করার পর বোলাররা অস্ট্রেলীয়দের নাকানিচোবানি খাওয়াচ্ছে। স্কোরবোর্ডে ১০০ ওঠার আগেই অজিরা ৩ উইকেট হারিয়ে ফেলেছে। জো বার্নসকে উমেশ ফেরানোর পর মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথকে ফিরিয়েছেন অশ্বিন, বুমরারা। ক্রিজে ম্যাথু ওয়েডের সঙ্গেই ব্যাট করছেন ট্র্যাভিস হেড।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন