এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলিকে একাধিকবার নাচতে দেখা গিয়েছে মাঠে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের ফটো সেশনের সময় “গ্যাঙ্গনাম ডান্স” করেছিলেন কোহলি।
অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। শনিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টির দাপটে খেলা বেশ কয়েকবার ব্যহত হয়েছে। আর এসবের মাঝেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নিজেকে চাঙ্গা করে নিলেন একটু অন্যভাবে। স্লিপে ফিল্ডিং করার সময় বিরাট নেচে নিলেন একবার। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেল থেকে এই নাচের একটা জিআইএফ ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, “বিরাট লাভিং ইট’’।
এই প্রথম নয়, এর আগেও কোহলিকে একাধিকবার নাচতে দেখা গিয়েছে মাঠে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের ফটো সেশনের সময় “গ্যাঙ্গনাম ডান্স” করেছিলেন কোহলি। এরপর ২০১৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোহিলর নাচ রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও ভারতকে সেদিন হারতে হয়েছিল। কিন্তু কোহলির হাফ-সেঞ্চুরি ও নাচ হিট হয়ে গিয়েছিল।
সেবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ধোনির ভারত। ভিআইপি স্ট্যান্ডে শচীন তেন্ডুলকর ও আম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুরও। ডিজে-র বাজানো ট্র্যাকে অনিল কাপুরকে কোমর দোলাচ্ছিলেন। সেটা দেখতে পেয়ে কোহলিও মাঠে কয়েক সেকেন্ডের জন্য নিজের নাচের ঝলক দেখান। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া অনিল কাপুর অভিনীত ‘রাম লক্ষ্মণ’ ছবির গান ‘মাই নেম ইজ লক্ষ্মণ’ সুপারহিট হয়েছিল। সেই গানে অনিল কাপুরের ডান্স স্টেপই অনুকরণ করেন কোহলি।
টি-২০ বিশ্বকাপে কোহলির সেই নাচ: টি-২০ বিশ্বকাপে কোহলির সেই নাচ:
চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে কোহলির নাচ:
অ্যাডিলেডে শেষ খবর পাওয়া অনুযায়ী দ্বিতীয় ইনিংসে ভারত ১৩০ রানে লিড করছে। হাতে রয়েছে আট উইকেট। চেতেশ্বর পূজারা ২৪ ও বিরাট কোহলি ১৮ রানে ব্যাট করছেন। খেলা চলছে।