/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Virat-Kohli-4.jpg)
সেঞ্চুরির পর বিরাট কোহলি (ছবি টুইটার/বিসিসিআই)
রবিবার পার্থ টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস থামল ২৮৩ রানে। গতকাল তিন উইকেট হারিয়ে ১৭২ রানে শেষ করেছিল ভারত। ক্রিজে ছিলেন ক্যাপ্টেন কোহলি (৮২) ও ভাইস ক্যাপ্টেন রাহানে (৫১)। গতকাল কোহলি-রাহানের ৯০ রানের পার্টনারশিপেই ভারত লড়ার রসদ পেয়েছিল। রবিবার সকালের শুরুতেই রাহানে ন্যাথান লিয়ঁর বলে উইকেটটা দিয়ে আসেন। এরপর হনুমা বিহারী (২০) ও ঋষভ পন্থ (৩৬) কে নিয়ে কেরিয়ারের ২৫ তম টেস্ট সেঞ্চুরিটা করে ফেলেন কোহলি। এদিন ভারতীয় বোলাররা ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেননি। মহম্মদ শামি (০), ইশান্ত শর্মা (১) ও যসপ্রীত বুমরারা (৪) ব্যর্থ হন। অজি বোলারদের মধ্যে ন্য়াথান লিঁয় সবচেয়ে সফল হন। পাঁচ উইকেট পান তিনি।
Captain Kohli notches his 25th Test ton. One of the finest from King Kohli ???????????????? #TeamIndia#AUSvINDpic.twitter.com/LisPQ6pobc
— BCCI (@BCCI) December 16, 2018
End of the Indian innings. Pant scores 36, #TeamIndia 283. Nathan Lyon picks 5. Australia lead by 43 runs #AUSvINDpic.twitter.com/yY7VMV9EsQ
— BCCI (@BCCI) December 16, 2018
এদিন অপ্টাস ওরফে পার্থ স্টেডিয়ামে ২১৪ বলে কাঙ্খিত সেঞ্চুরিটা পেয়ে যান বিরাট। চলতি বছরের এটি কোহলির পঞ্চম টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির নজির রয়েছে মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকরের। ছ’টি টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে এদিনের সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির ঝুলিতে ছিল পাঁচটি সেঞ্চুরি। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্করের সঙ্গেই এক আসনে ছিলেন তিনি। এদিন গাভাস্করকে টপকে শচীনকে ছুঁলেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। আগামী দু’টি টেস্টে কোহলি যদি আর একটিও সেঞ্চুরি করতে পারেন তাহলে তিনিই হয়ে যাবেন দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরিকারী।
আরও পড়ুন: পার্থে দ্বিতীয় দিন: ১৫৪ রানে পিছিয়ে ভারত, লড়ছেন কোহলি-রাহানে
অস্ট্রেলিয়া ৪৩ রানে এগিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করেছে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দ্রুত ফেরাতে না-পারলে এই ম্যাচ আধিপত্য ফলানোর জায়গায় চলে আসবে টিম পেইন অ্যান্ড কোং। এখন কোহলির বোলারদের কাঁধেই দায়িত্ব।