খেলেছিলেন স্বমেজাজে। নিজের পরিচিত ভঙ্গিতে। কোনো অজি বোলারই বিচলিত করতে পারছিল না বিরাট কোহলিকে। ভঙ্গুর ব্যাটিং লাইন আপের ফুটফাটা একা মেরামত করছিলেন। তবে সামান্য একটা ভুলের খেসারত দিতে হল বিরাট কোহলিকে।
অজিঙ্কা রাহানে রান নেওয়ার কলে গড়বড় করে ফেলেছিলেন। তাতেই বিশ্রীভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল কোহলিকে। ব্যক্তিগত ৭৪ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। আর ভালো পজিশন থেকে ভারত দিন শেষ করল ২৩৩/৬-এ।
আরো পড়ুন: স্টার্কের শর্ট বলে রক্তাক্ত কোহলি, গলগল করে রক্ত বেরোল গ্লাভস খুলতেই
৩২ বছরের সুপারস্টার ডে নাইট টেস্টে নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন। ৭৭ তম ওভারে লিয়নের বল মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের বাঁ দিকে পুশ করেন রাহানে। আর হালকা পুশ করেই দ্রুত রান নেওয়ার কল করেন। কোহলি সেই রানের কল শুনেই মাঝ পিচ পৌঁছে যান। ফিল্ডার বল হাতে তুলে নিতেই নিজের রান নেওয়ার মত পাল্টে ফেলেন রাহানে। তখন ইতিমধ্যেই লিয়ন ফিল্ডার হ্যাজেলউডের কাছ থেকে বল সংগ্ৰহ করে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন।
হতাশায় একবার রাহানের দিকে তাকিয়েই প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান কোহলি। রাহানে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গেসঙ্গে প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নেন।
তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। কোহলি আউট হতেই সঙ্গে সঙ্গেই প্রায় আউট হয়ে যান রাহানে। কোনো রান যোগ না করেই ঠিক তিন ওভার পরে রাহানে (৪২) আউট হয়ে যান স্টার্কের বলে লেগ বিফোর হয়ে। তারপরে হনুমা বিহারীকে এলবিডব্লিউ করেন হ্যাজেলউড।
টসে জিতে ব্যাট করতে নেমে ভারত একসময় ৩২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। পৃথ্বী শ শূন্য রানে আউট হওয়ার পর মায়াঙ্ক আগারওয়াল ফিরে যান সাততাড়াতাড়ি। তখন পূজারাকে নিয়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেন কোহলিই। ৬৮ রানের পার্টনারশিপ গড়েন দুজনে।
এরপরে পূজারা হাফসেঞ্চুরির আগে ৪৩ রানে ফিরে যাওয়ার পর দলকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছিল কোহলি-রাহানে পার্টনারশিপ। দুজনে নির্বিঘ্নে ৮৮ রান আরো স্কোরবোর্ডে যোগ করে তৃতীয় সেশনের বিপদ কাটিয়ে দিন শেষ করার প্রয়াস চালাচ্ছিলেন। তখনই বিপত্তি। আপাতত ক্রিজে ব্যাটিং করছেন ঋদ্ধিমান সাহা (৯) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৫)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন