‘সেই ২০১১ থেকে আমার পিঠের সমস্যা, নতুন কিছু নয়’

ইংল্যান্ডের পর ফের অস্ট্রেলিয়াতেও। বাইশ গজে পিঠের যন্ত্রণায় ছটফট করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যাথায় মাঠের মধ্য়েই শুয়ে পড়েন ভারত অধিনায়ক।

ইংল্যান্ডের পর ফের অস্ট্রেলিয়াতেও। বাইশ গজে পিঠের যন্ত্রণায় ছটফট করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যাথায় মাঠের মধ্য়েই শুয়ে পড়েন ভারত অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
virat Kohli back pain

মাঠে যন্ত্রণায় কাতরাচ্ছেন কোহলি (ছবি-টুইটার)

ইংল্যান্ডের পর ফের অস্ট্রেলিয়াতেও। বাইশ গজে পিঠের যন্ত্রণায় ছটফট করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যাথায় মাঠের মধ্য়েই শুয়ে পড়েন ভারত অধিনায়ক। দলের ফিজিও প্যাট্রিক ফারহাট এসে তাঁর সুশ্রুষা করে যান। যন্ত্রণা বাধ না সাধলে কোহলি সেদিন ফের একটা সেঞ্চুরি করেই মাঠ ছাড়তে পারতেন। কিন্তু পিঠের ব্যাথায় ৮২ রানের মাথায় একটা ভুল শট মেরে উইকেট দিয়ে আসতে হয়েছিল তাঁকে।

Advertisment

সিডনি টেস্টে নামার আগে নিজের এই পিঠের ব্যাথা নিয়ে মুখ খুললেন বিরাট। বললেন, “সেই ২০১১ থেকে আমার পিঠের সমস্যা। নতুন কিছু নয়। আমি এটা সামলানোর জন্য শেষ কয়েক বছর শারীরিক ভাবে অনেক চেষ্টা করেছি। পিঠে ডিস্ক সংক্রান্ত সমস্যা থাকলে এটা হবেই। এখন আর এসব নিয়ে ভাবি না। নিজেকে চোট মুক্ত রাখার চেষ্টা করি। আশা করছি নিজের ফিটনেসকে উচ্চ পর্যায় নিয়ে গিয়েই এর সঙ্গে লড়তে হবে। চোট-আঘাত ছাড়া এগিয়ে যাওয়াটা অমানুষিক। কাজের চাপ যখন বাড়ে তখন পিঠে খিঁচ ধরে। সেরকম সিরিয়াস কিছু নয়। ২-৩ দিনের মধ্যে ঠিক হয়ে যায়।”

আরও পড়ুন: পূজারা জানালেন কোহলির চোট কত’টা গুরুতর

চলতি বছর চোটের জন্যই কোহলি একাধিক ম্যাচ খেলতে পারেননি। এই নিয়ে দ্বিতীয়বার পিঠের চোটের সমস্যায় জর্জরিত হলেন তিনি। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পিঠের ব্যাথায় ভুগেছেন তিনি। আগামী বছর আইপিএল ও ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। বিশেষত কোহলির ফিটনেস নিয়ে বাড়তি ভাবনা থাকবে টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সম্ভবত বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলি আইপিএল থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন।

Virat Kohli