অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের ঠিক এক দিন আগে দল বেছে নিল ভারত। বুধবার টুইট করে বিসিসিআই সম্ভাব্য ১২ সদস্যের দল ঘোষণা করল। আগামিকাল অ্যাডিলেডে চার ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ। দলে ফিরেছেন রোহিত শর্মা। একমাত্র স্পিনার হিসেবে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। ব্য়াটিং লাইন-আপের দিকে জোর দেওয়া হয়েছে। বিরাট কোহিল, রোহিত ছাড়া থাকছেন হনুমা বিহারী, লোকেশ রাহুল, মুরলী বিজয়, চেতশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে।
বোলিং বিভাগের পুরোধা হিসেবে থাকবেন ইশান্ত শর্মা। তাঁকে সঙ্গ দেবেন যসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। তিন পেসার ও এক স্পিনার নিয়েই অ্যাডিলেড ওভালে নামছেন বিরাটরা। তবে প্রথম টেস্টে সুযোগ পাননি উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ২০১৪ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে হারতে হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচই হারে। শেষ ম্যাচ ড্র হয়ে যায়। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ৭০ বছর টেস্ট জেতেনি ভারত। হারের খরা কাটাতে মরিয়া বিরাট অ্যান্ড কোং। অন্যদিকে অস্ট্রেলিয়াও পাচ্ছে না দলের দুই স্টার ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। ‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত রয়েছেন তাঁরা।
আরও পড়ুন: কাউকে কিছু প্রমাণ করার নেই: বিরাট কোহলি
ভারতের সম্ভাব্য ১২ সদস্যের স্কোয়াড: বিরাট কোহলি, মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও যসপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, শন মার্শ, ট্র্যাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ন্যাথান লিয়ঁ ও মিচেল স্টার্ক