India Vs Bangladesh 1st T20 Live Streaming: কোথায় কখন দেখবেন ম্যাচ, রইল বিস্তারিত

When and Where to Watch IND vs BAN T20 Match online: রবিবারে ভারত নামছে সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০তে। দিল্লির দূষণ নিয়ে আগেই একাধিক মহলের তরফে ম্যাচ সরানোর বার্তা দেওয়া হয়েছিল।

When and Where to Watch IND vs BAN T20 Match online: রবিবারে ভারত নামছে সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০তে। দিল্লির দূষণ নিয়ে আগেই একাধিক মহলের তরফে ম্যাচ সরানোর বার্তা দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Bangladesh, ind vs BAN t20, india vs Bangladesh

India vs Bangladesh, ind vs BAN t20, india vs Bangladesh

India vs Bangladesh T20 Match Live Telecast: রবিবারেই অরুণ জেটলি (অধুনা ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে প্রথম টি২০ খেলতে নামছে ভারত বনাম বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরু এদিনই। ভারত বনাম বাংলাদেশ সিরিজের আগেই একের পর এক ঘটনা ঘটেছে। ভারতের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বোর্ড সভাপতি হয়েই ঘোষণা করেছেন একাধিক পরিকল্পনা। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, এই সিরিজেই হতে চলেছে ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ। যা খেলা হবে গোলাপি বলে।

Advertisment

অন্যদিকে, প্রথম টি২০ ম্যাচের আগে দিল্লির দূষণ নিয়ে বোর্ড কর্তাদের নাজেহাল অবস্থা। দীপাবলি পরবর্তী সময়ে দিল্লির বাতাস কার্যত বিষাক্ত। ঘোষণাই করে দেওয়া হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরে।

বাংলাদেশের ক্রিকেটে সবথেকে বড় ঘটনাও ঘটে গিয়েছে সিরিজ খেলতে নামার ঠিক আগে। বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটাররা ১৩ দফা দাবি নিয়ে বিদ্রোহের পথে হেঁটেছিলেন। প্রবল স্নায়ুযুদ্ধের পরে বিসিবি তা মেনে নেওয়ার পরেই ধাক্কা। গড়াপেটার তথ্য আইসিসিকে ঠিক সময়ে না জানানোয় ২ বছরের জন্য নির্বাসিত হয়েছেন শাকিব আল হাসান।

Advertisment

এমন ঘটনার ঘনঘটায় ক্রিকেটই পিছনের সারিতে চলে গিয়েছে। দিল্লিতে ঠিকঠাক ম্যাচ হয় কিনা, সেটাই আপাতত দেখার।

ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচ কবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচটি ৩ নভেম্বর, বুধবার।

ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.৩০টা থেকে শুরু।

ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।

ভারত বনাম বাংলাদেশ প্রথম টি২০ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-

Read the full article in ENGLISH

cricket Bangladesh