/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/AM.jpg)
ব্য়র্থ বিরাট, দলকে টানছেন ময়ঙ্ক-রাহানে (ছবি-টুইটার, বিসিসিআই)
ইন্দোর টেস্টের প্রথম দিনেই ভারত চলে গিয়েছিল চালকের আসনে। বোলারদের বিক্রমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। শুক্রবার অর্থাৎ আজ দ্বিতীয় দিনে ভারত হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের থেকে ৬৪ রানে পিছিয়ে হাতে ন উইকেট নিয়ে খেলা শুরু করে।
গতকাল অপরাজিত ছিলেন ময়াঙ্ক আগরওয়াল (৩৭) এবং চেতেশ্বর পূজারা (৪৩)। পূজারা এদিন আর মাত্র ১১ রান যোগ করেই প্য়াভিলিয়নের পথ দেখেন। তাঁর হাফ-সেঞ্চুরির ইনিংস শেষ হয় ৫৪ রানে। আবু জায়েদের বলে ক্য়াচ আউট হয়ে ফেরেন তিনি। দলের হাল ধরতে এসে ডাঁহা ফেইল করলেন বিরাট কোহলি। এহেন জায়েদের বলেই তিনি এলবিডব্লিউ হয়ে গেলেন, কোনও রান যোগ না করেই।
আরও পড়ুন-ভিডিও: অধিনায়কোচিত, ‘আমার জন্য় নয়, শামির জন্য় গলা ফাটান’
That will be Lunch on Day 2 of the 1st @Paytm#INDvBAN Test.
Agarwal and Rahane have stitched a solid 69-run partnership.
#TeamIndia 188/3, lead by 38 runs. pic.twitter.com/6jPhytmJpI— BCCI (@BCCI) November 15, 2019
এরপর ময়াঙ্কের হাত শক্ত করতে আসেন রাহানে। তাঁদের ৬৯ রানের যুগলবন্দিতে ভারত মধ্য়াহ্ণ ভোজের বিরতিতে তিন উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। ময়াঙ্ক শতরান থেকে ৯ রান দূরে রয়েছেন। অন্য়দিকে রাহানে ব্য়াট করছেন ৩৫ রানে।
গতকাল ১৫০-র জবাবে ব্যাট করতে নেমেই ভারত রোহিত শর্মাকে হারিয়েছিল। মাত্র ৬ রান করে আউট হন হিটম্য়ান। রোহিতের উইকেটটাও সেই জায়েদ নেন। জায়েদের সৌজন্য়েই বাংলাদেশ ভারতের তিনটি উইকেট পেল।