India vs Bangladesh T20 Match Live Telecast: প্রথম ম্যাচে ভারতকে টানটান ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। দিল্লির বদলা অবশ্য রাজকোটে সুদে-আসলে পুষিয়ে নিয়েছে রোহিত শর্মারা। ক্যাপ্টেন রোহিতের ব্যাটে ছত্রখান বাংলাদেশের বোলাররা। চাহাল বাদে ভারতীয় বোলাররা অবশ্য দ্বিতীয় ম্যাচেও সেরকমভাবে নজর কাড়তে পারেননি। তবে দলের সমস্ত ত্রুটি একাই ঢেকে দিয়েছেন রোহিত। ব্যাটে ঝড় তুলেছিলেন। ৪৩ বলে ৮৫ রানের ইনিংসে বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে ছেড়েছেন তিনি। রোহিতের ব্যাটে ভর করেই ভারত তিন ম্যাচের টি২০ সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। এবার সিরিজ নির্ণায়ক ম্যাচে বাংলাদেশ আরও একবার মুখোমুখি ভারতের।
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ কবে?
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচটি ১০ নভেম্বর, রবিবার।
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচটি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের জামথা (নাগপুর) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে ৭.০০টা থেকে শুরু।
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি-তে দেখা যাবে।
ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া লাইভ আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
এবং
https://bengali.indianexpress.com/sports/-এ
Read the full article in ENGLISH