Advertisment

IND vs BAN Highlights: বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দিল কোহলির সেঞ্চুরি, জয় ভারতের

World Cup 2023, India vs Bangladesh Highlights: সেঞ্চুরি কোহলির, বিরাট কাঁধে ভর দিয়েই বাংলাদেশকে হারাল ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN Highlights | World Cup 2023 Score | India vs Bangladesh Highlights

India vs Bangladesh Highlights: ভারতের মুখোমুখি বাংলাদেশ

IND vs BAN iCC World Cup 2023 Highlights in Bangla: বাংলাদেশকে হারিয়ে জয়ী হল ভারত। ১৮৫ রানে তিন উইকেট হারিয়েছিল ভারত। তারপর ম্যাচকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। কোহলি ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত। মেরেছেন ৬টা চার, ৪টে ছয়। উইকেটরক্ষক কে এল রাহুলও ৩৪ বলে ৩৪ রান করে অপরাজিত। তিনি ৩টে চার ও ১টি ছয় মেরেছেন।

Advertisment

ভারতের ইনিংস

এর আগে ৮৮ রানে পতন হয় ভারতের প্রথম উইকেটের। শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন 'হিটম্যান' রোহিত শর্মা। অন্যপ্রান্তে যোগ্য সঙ্গত করছেন শুভমান গিলও। শক্ত ভিতের উপর ভারতের ইনিংস। এই অবস্থায় হাসান মেহমুদের বলে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক। করেছেন, ৪০ বলে ৪৮ রান। ইনিংসে আছে ৭টি চার ও ২টো ছয়। এরপর ভারতের ইনিংস শক্তহাতে সামলান শুভমান গিল। ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন। হাফ সেঞ্চুরি করতে ৫টি চার ও ২টি ছয়ের সাহায্য নেন। অর্ধশতক পূর্ণ করার একটু পরেই আউট হয়ে যান শুভমান। মেহদি হাসান মিরাজের বলে ৫৫ বলে ৫৩ রান করে মাহমুদুল্লাহর হাতে তিনি ধরা পড়েন। এরপর দলের হাল সামলান বিরাট কোহলি। ৪টে চার ও ১ টি ছয়-সহ ৪৮ বলে ৫০ করেন কোহলি। এর কিছুক্ষণ পর ২টি চার-সহ ২৫ বলে ১৯ রান করে মেহেদি হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার।

বাংলাদেশের ইনিংস

ভারতের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ৫০ ওভারে ২৫৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জিততে হলে ভারতকে তুলতে হবে ২৫৭ রান। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের পাটা পিচে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ভারতের বোলারদের সামনে খাপ খুলতে পারল না বাংলাদেশ। লিটন দাস (৬৬), তানজিদ হাসানের (৫১) ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশকে ৯৩ রানের শক্তপোক্ত পাটাতন এনে দিয়েছিল। তবে তারপর জাদেজা-কুলদীপের ঘূর্ণিতে মিডল ওভারে ম্যাচে ফেরে ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বাংলাদেশ শেষে আড়াইশোর কিছু বেশি রানেই থামতে বাধ্য হয়। ওপেনিং পার্টনারশিপ বাদে সেরকম কোনও পার্টনারশিপ গড়তে পারেনি বাংলাদেশিরা। মাহমুদুল্লাহ (৪৬) এবং মুশফিকুর রহিম (৩৮) লোয়ার অর্ডারে দলে অবদান রাখেন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা, সিরাজ এবং জাদেজা দুটো করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব।

  • Oct 19, 2023 19:26 IST
    ভারতের হাফ-সেঞ্চুরি

    ৯ ওভারেই ভারতের হাফ-সেঞ্চুরি পার।



  • Oct 19, 2023 19:05 IST
    ভারতের হাফ-সেঞ্চুরি

    ৯ ওভারেই ভারতের হাফ-সেঞ্চুরি পার।



  • Oct 19, 2023 18:52 IST
    অনবদ্য রোহিত শর্মা

    পুণের মাঠে রোহিত ঝড়। চার, ছ'য়ের বন্যা। হিটম্যানের ২১ বলে ৩১ রানের সুবাদে শুরু থেকে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতের ইনিংস। ভারতের স্কোর পাঁচ ওভারে ৩৭।



  • Oct 19, 2023 18:52 IST
    ব্যাট হাতে দাপট দেখাতে ক্রিজে রোহিত-গিল

    ভারতের ব্যাটিং শুরু। ক্রিজে রোহিত শর্মা ও শুভমান গিল।



  • Oct 19, 2023 18:29 IST
    ব্যাট হাতে দাপট দেখাতে ক্রিজে রোহিত-গিল

    ভারতের ব্যাটিং শুরু। ক্রিজে রোহিত শর্মা ও শুভমান গিল।



  • Oct 19, 2023 18:03 IST
    ভারতের টার্গেট ২৫৭

    ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬। ভারতের জিততে প্রয়োজন ২৫৭ রান।



  • Oct 19, 2023 18:02 IST
    ভারতের টার্গেট ২৫৭

    ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬। ভারতের জিততে প্রয়োজন ২৫৭ রান।



  • Oct 19, 2023 17:47 IST
    বাংলাদেশের সপ্তম উইকেটের পতন

    ১৮ বলে ১৪ রান করে আউট নাসুম আহমেদ। মহঃ সিরাজের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।



  • Oct 19, 2023 17:27 IST
    আউট মুশফিকুর

    অনবদ্য জাডেজা। বুমরার বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে আউট মুশফিকুর রহমান।



  • Oct 19, 2023 17:21 IST
    আউট মুশফিকুর

    অনবদ্য জাডেজা। বুমরার বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে আউট মুশফিকুর রহমান।



  • Oct 19, 2023 17:00 IST
    শার্দুলের শিকার হৃদয়

    শার্দুল ঠাকুরের বলে ক্যাচ আউট হলেন তৌফিক হৃদয়। মাত্র ১৬ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। এই নিয়ে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন হল।



  • Oct 19, 2023 16:12 IST
    জাদেজার শিকার লিটন

    এবার জাদেজার বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট লিটন দাস। তবে বাংলাদেশের ব্যাটিম ভিত তৈরির নেপথ্যে লিটনের ভূমিকা অনবদ্য। তাঁর সংগ্রহ ৮২ বলে ৬৬।



  • Oct 19, 2023 16:00 IST
    প্যাভিলিয়নে মিরাজ

    সিরাজের বলে লোকেশ রাহুলের হাতে অনবদ্য় ক্য়াচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মেহেদি হাসান মিরাজ।



  • Oct 19, 2023 14:26 IST
    মুখোমুখি পরিসংখ্যান

    ক্রিকেট বিশ্বকাপে ভারত চারবার বাংলাদেশের মুখোমুখি হয়েছে। জয়ী হয়েছে তিনবার-ই। ভারত একমাত্র হার হজম করেছে ২০০৭-এ। সেই ম্যাচে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিলেন। ভারত জিতেছিল ২৮ রানের ব্যবধানে।



  • Oct 19, 2023 13:52 IST
    বাংলাদেশ প্ৰথম একাদশ

    লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম



  • Oct 19, 2023 13:49 IST
    ভারতের প্ৰথম একাদশ:

    রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত



  • Oct 19, 2023 13:44 IST
    টসে এলেন শান্ত

    সাকিবের জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। "আমরা ব্যাট করতে চাই। ফ্রেশ উইকেট। প্ৰথমে ব্যাট করে আমরা স্কোরবোর্ডে ভাল রান তোলার লক্ষ্য নিচ্ছি। সাকিবের একটু সমস্যা রয়েছে। সাকিবের জায়গায় নাসুম খেলবেন। তাসকিনের জায়গায় খেলবেন হাসান। ভারতের বিরুদ্ধে কিছু দুর্ধর্ষ স্মৃতি রয়েছে আমাদের। তাই আমরা সেই ফর্ম ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। দর্শক আশা করি দুই দলকেই সমর্থন জানাবেন।" জানালেন শান্ত।



  • Oct 19, 2023 13:34 IST
    টস আপডেট

    টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। সাকিব আল হাসান চোটের কারণে খেলছেন না ভারতের বিপক্ষে। অর্থাৎ জয়ের জন্য ভারতকে রান চেজ করতে হবে।



  • Oct 19, 2023 13:30 IST
    অঘটনের লক্ষ্যে বাংলাদেশ

    আফগানিস্তান, নেদারল্যান্ডস বিশ্বকাপে টানা অঘটন ঘটিয়ে দিয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। টুর্নামেন্টের তৃতীয় অঘটনের লক্ষ্যে নামবে বাংলাদেশ। ভারতকে ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে হারিয়ে দিয়েছিল টাইগার বাহিনী। সেবার গ্রুপ পর্বের বাধাও পেরোতে পারেনি। সেই ইতিহাসের লক্ষ্যে নামবে বাংলাদেশ



  • Oct 19, 2023 13:27 IST



  • Oct 19, 2023 13:27 IST
    ক্যাপ্টেন রোহিত

    চলতি টুর্নামেন্টে ক্যাপ্টেন হিসেবে দারুণ ফর্মে রয়েছেন রোহিত শর্মা। বোলিং পরিবর্তন হোক বা ফিল্ড প্লেসমেন্ট- সব বিষয়েই বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন হিটম্যান। ব্যাট হাতেও ছন্দে রয়েছেন তিনি। তবে ঘটনা হল, গ্রুপ পর্বে ভারতের দুরন্ত খেলা নতুন কিছু নয়। রোহিতের আসল চ্যালেঞ্জ হতে চলেছে সেমিফাইনালে নকআউট পর্বে। ভারত এখনও নক আউট নিশ্চিত করার বিষয় থেকে বেশ দূরে। তবে বৃহস্পতিবার বাংলাদেশকে হারালে সেই পথে অনেকটাই এগিয়ে যাবে ভারত।



  • Oct 19, 2023 13:26 IST
    স্বাগত

    ভারত বনাম বাংলাদেশ লাইভ কভারেজে আপনাদের স্বাগত।



Indian Team Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Bangladesh Bangladesh Cricket Team
Advertisment