IND vs BAN Champions Trophy 2025, Weather Update: চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত-বাংলাদেশ ওয়ানডে কেমন পিচে খেলা হবে, কেমন থাকবে আবহাওয়া?

India(IND) vs Bangladesh(BAN) Champions Trophy 2025 Dubai International Cricket Stadium Pitch Report, Dubai Weather: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া, খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India's Members: ভারতীয় দলের সদস্যরা

Team India's Members: ভারতীয় দলের সদস্যরা। (ছবি- বিসিসিআই)

India vs Bangladesh, 1st ODI Dubai International Cricket Stadium Pitch Report, Dubai Weather Forecast Update: বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। টুর্নামেন্টে ভারত পাঁচ স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে। তবে, দুবাইয়ের পিচ কিন্তু যথেষ্ট পেস সহায়ক বলেই এখনও পর্যন্ত খবর। ভারতের পেস স্পিডার জসপ্রিত বুমরাহ এই টুর্নামেন্টে নেই। কিন্তু, স্কোয়াডে আছেন মহম্মদ শামি, অর্শদীপ সিং ও হর্ষিত রানারা। তাঁর প্রত্যেকেই সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে ঘরের মাঠে খেলেছেন। পাশাপাশি, স্কোয়াডে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও।

Advertisment

ভারত বনাম বাংলাদেশ ম্যাচের পিচ রিপোর্ট

এখনও পর্যন্ত খবর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ সিমার সহায়ক। যাতে সুবিধা পেতে পারেন শামির মত পেসাররা। বাংলার পেসারের বোলিংয়ের বৈচিত্র্য এক্ষেত্রে গোটা টুর্নামেন্টেই সুবিধা দিতে পারে টিম ইন্ডিয়াকে। ম্যাচের পরের দিকে স্পিনাররা এই পিচে ভালো কিছু করে দেখাতে পারবেন। সেকথা মাথায় রেখে ভারতীয় দল তিন জন স্পিনার এবং দুই পেসার শামি ও অর্শদীপ সিংকে নিয়েই মাঠে নামবে বলে এখনও পর্যন্ত খবর। টিম ইন্ডিয়া আশাবাদী যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করে দেখাতে পারবে। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজে হারিয়ে আনন্দে রীতিমতো টগবগ করে ফুটছেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

Advertisment

ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আবহাওয়া রিপোর্ট

ম্যাচের দিন আবহাওয়া মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাকুওয়েদার জানিয়েছে, আকাশ সারা দিন মেঘলা থাকবে। সকালে তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে সেটাই ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। যা ক্রিকেট ম্যাচের জন্য আদর্শ। সন্ধ্যায়ও আকাশে মেঘের আবরণ থাকবে। সেসময় তাপমাত্রা নেমে আসবে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন- ভারতকে হারিয়েও দিতে পারে পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় বিবৃতি অশ্বিনের

স্কোয়াড

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, এমডি মাহমুদ উল্লাহ, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম হাসান, তানজিদ হাসান, তানজিদ হাসান।

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team