India vs Bangladesh Cricket Match Score: ব্যাটে-বলে পর্যুদস্ত বাংলাদেশ। সমস্ত বিভাগেই তারা আজ ভারতের চেয়ে খারাপ ছিল। অনায়াসে এশিয়া কাপের ম্যাচে ভারত তাদের উপর্যুপুরি জয় তুলে নিল। হংকংয়ের সঙ্গে প্রথম ম্যাচে কিছুটা বেগ পলেও পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ক্লিনিক্যাল পারফরম্যান্স, বোলারদের জয়ের ভিত গড়ে দেওয়া এবং ব্যাটসম্যানদের ফিনিশিং, সব মিলিয়ে চোখে পড়ার মত। অন্যদিকে আফগানিস্তানের কাছে হারের পর আজ যেন মাথা তুলে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতের হয়ে বোলিংয়ে রবীন্দ্র জাদেজার অসামান্য প্রত্যাবর্তন, ভুবনেশ্বর ও বুমরার ধারাবাহিকতা এবং ব্যাটে দুই ওপেনার, বিশেষ করে রোহিতের পারফরম্যান্স ভারতকে কাপজয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছে।
Catch all live updates in English here
Asia Cup 2018 India vs Bangladesh Cricket Match Score Ball by Ball Run Updates
11.45 pm: উইনিং স্ট্রোক এল দীনেশ কার্তিকের হাত থেকে। রোহিত অপরাজিত রইলেন অধিনায়কোচিত ৮৩ রান করে। অসাধারণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ৭ উইকেটে জিতে গেল তারা।
11.42 pm: পুরনো মেজাজ দেখিয়ে স্টেপ আউট করে উইনিং স্ট্রোক মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। মাশরাফি মুর্তাজার বলে। ৩৩ রানে ফিরে গেলেন তিনি। ভারতের বাকি ২ রান।
11.37 pm: নেহাৎই নিয়মরক্ষা হয়ে দাঁড়াল ম্যাচ। ১৫ ওভারে ভারতকে ৪ রান তুলতে হবে। ৮ উইকেট হাতে।
11.32 pm: ৩৪ ওভার খেলা শেষ। ভারতের জয়ের জন্য দরকার আর মাত্র ১০ রান। ১৬৪ রান, ২ উইকেটে। ধোনি ৩০ বলে ৩০, রোহিত ১০০ বলে ৭৯।
11.23 pm: ইতিমধ্যে ধোনি ২৪ বলে ২৫ রান তুলে ফেলেছেন। রোহিতের সেঞ্চুরির আশা নেই। কারণ আর মাত্র ১৫ রান বাকি ভারতের। রোহিতের সেঞ্চুরি করতে বাকি এখনও ২৩ রান। তিনি ব্যাট করছেন ৭৭ রানে।
11.21 pm: ১৫০ রান পেরিয়ে গেল ভারত। ৩১.২ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৫১। বাংলাদেশের আফগানিস্তানের কাছে হারের শক যে কাটেনি খেলা দেখে তেমনটাই মনে হচ্ছে।
11.18 pm: এশিয়া কাপের অন্য ম্যাচে আফগানিস্তানের ২৫৭ রানের উত্তরে পাকিস্তান ২৬ ওভারে ১০৮ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে।
11.13 pm: ৩০ ওভার খেলা শেষ। ভারত ২ উইকেটে ১৪২। রোহিত শর্মা ৭৪ ব্যাটিং, ধোনি ১৪ ব্যাটিং। খেলার আর বেশি বাকি নেই।
11.10 pm: রায়াডুর উইকেটের পর কিঞ্চিৎ হর্ষের বোধ এসেছিল বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের মধ্যে।
WICKET! Rubel strikes, Rayudu gone for 13. India are 106/2. #BANvIND
Watch the Asia Cup 2018 LIVE on :https://t.co/nh521ChVvD
To get Livescore update click: https://t.co/gNDk95RFTt and start saying 'Hi' pic.twitter.com/KIMKqpJFjG
— Bangladesh Cricket (@BCBtigers) September 21, 2018
11.07 pm: কম রানের পুঁজি নিয়ে খেলতে নেমে কোনও প্রতিরোধই কার্যত গড়ে তুলতে ব্যর্থ হলেন বাংলাদেশের বোলাররা। ২৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৩৫। রোহিত ৬৭, ধোনি ১৩।
11.02 pm:
There is no stopping him when on song. A smashing 50 ???????? for captain @ImRo45 #TeamIndia #INDvBAN #AsiaCup pic.twitter.com/vObfKkVj6R
— BCCI (@BCCI) September 21, 2018
11.00 pm: এখন ব্যাট করছেন এ সিরিজের অধিনায়ক রোহিত এবং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ঠিক ৫০ রান বাকি। ভারত ২৭.১ ওভারে ১২৪ রান ২ উইকেটে।
10.56 pm:
Triple strike @imjadeja on fire ???????????? #TeamIndia #INDvBAN #AsiaCup2018 pic.twitter.com/R7ZqP5ZitF
— BCCI (@BCCI) September 21, 2018
10.53 pm: ২৫ ওভার খেলা শেষ। ভারতের রান ২ উইকেটে ১১৭। ২৫ তম ওভারে শাকিবকে আরও একবার ছক্কা হাঁকিয়ে দিলেন ক্যাপ্টেন রোহিত।
10.49 pm: আউট, আম্বাতি রায়াডু আউট। রুবেল হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন তিনি। ২৪.১ ওভারে ভারত ১০৭ ২ উইকেটের বিনিময়ে। রায়াডুর সংগ্রহ ১৩ রান।
10.42 pm: ৫০ রান করে ফেললেন রোহিত শর্মা। আগের ম্যাচের পুনরাবৃত্তি যেন।
10.32 pm: ২০ ওভার খেলা শেষ। ভারত ১ উইকেটে ৮৯ রান।
10.28 pm: আস্কিং রান রেট সাড়ে তিনের ওপর উঠতেই পারছে না। ১৯ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ৭৯। রোহিত ৩২, রায়াডু ৭।
10.20 pm: শিখর আউট হওয়ার পরে কি খোলস ছাড়তে শুরু করছেন রোহিত। শাকিব আল হাসানকে মারা ছক্কা দেখে তেমনটা আঁচ করতেই পারেন কেউ কেউ। ১৭ ওভার শেষে ভারত ৭৫ এক উইকেটে। রোহিতকে সঙ্গ দিচ্ছেন আম্বাতি রায়াডু।
10.13 pm: আউট, অবশেষে সাফল্যের মুখ দেখল বাংলাদেশ। শিখর ধাওয়ান ফিরে গেলেন শাকিবের বলে। ব্যক্তিগত ৪০ রানের মাথায় এলবিডবলু হয়েছেন তিনি। সুইপ করতে গিয়ে মিস। এবং ভারতের প্রথম উইকেটের পতন। ১৫ ওভার শেষে ভারত ৬৩ রান, ১ উইকেটে।
10.05 pm: শাকিব আল হাসানকে আক্রমণে নিয়ে এসে চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু এখনও অবধি লাভের মুখ দেখার সম্ভাবনা পর্যন্ত দেখা যায়নি। শাকিব আঁটোসাঁটো বল করছেন বটে, কিন্তু এত কম রান হাতে থাকলে উইকেট ফেলা ছাড়া আর কোনওভাবেই চাপ সৃষ্টি করা সম্ভব নয়। ১৩ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৮।
9.55 pm: প্রথম পাওয়ার প্লে শেষ। ভারত বিনা উইকেটে ৫১। বাংলাদেশের বোলাররা বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি ভারতের ওপর। পাক ম্যাচের মতই আরও একটা একপেশে ম্যাচ হতে চলেছে সম্ভবত।
9.52 pm: সাড়ে ৯ ওভারে ৫০ রান তুলে ফেলল ভারত। ধাওয়ান ব্যাটিং ৩৪।
9.44 pm: আজ স্কোর বোর্ড সচল রাখার মূল দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন শিখর। রোহিত অন্যপাশে তাঁকে শুধু সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অন্তত প্রথম ৭ ওভার সেরকমই হিসেব দিচ্ছে। বিনা উইকেটে ৩৫ ভারত, রোহিত ১৩, শিখর ২১।
9.38 pm: মুস্তাফিজুরের ওভারে ৬ হাঁকিয়ে দিলেন শিখর। ৫.৩ ওভারে ভারত বিনা উইকেটে ২৭। রোহিত ৮, ধাওয়ান ১৯।
9.28 pm: মাশরাফির দ্বিতীয় ওভারে পর পর দু বলে চার মেরে দিলেন শিখর ধাওয়ান। তৃতীয় ওভার শেষে ভারত বিনা উইকেটে ১৫।
9.23 pm: বাংলাদেশের হয়ে বোলিং ওপেন করেছেন মাশরাফি মোর্তাজা এবং মেহেদি হাসান। দ্রুত কিছু না করে দেখাতে পারলে সম্ভবত দুঃখ আছে বাংলাদেশের কপালে। দ্বিতীয় ওভার শেষে ভারত বিনা উইকেটে ৭।
9.19 pm: নেমে পড়েছে রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটি। লক্ষ্যমাত্রা কম রানের, তবে মারের বলকে ছাড়তে রাজি হবেন না এঁরা কেউই। প্রথম ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৪।
9.04 pm: এখানে জানিয়ে রাখার, এশিয়া কাপের অন্য ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান তুলেছে।
9.01 pm: বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান টেলএন্ডার মেহেদি হাসান মিরাজ। তাঁর সংগ্রহ ৪২ রান। ক্যাপ্টেন মাশরাফে মোর্তাজা ২৬। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ও বুমরা ৩টি করে উইকেট পেয়েছেন।
8.57pm: এবারের এশিয়া কাপে ভারতের দুই অলরাউন্ডার পর পর দু ম্যাচে দীর্ঘদিন পর দলে ফিরে চমক দিলেন। আগের ম্যাচে কেদার যাদব। এ ম্যাচে রবীন্দ্র জাদেজা। জাড্ডুর খেলা উচিত কি না, টিমে জায়গা পাওয়া উচিত কি না, এসব নিয়ে কথাবার্তা যখন শুরু হয়েছিল, তখনই ওস্তাদের মার দেখালেন তিনি। প্রায় ৪৫০ দিন দলে ফিরলেন, এবং আহা! কী ফেরাই না ফিরলেন তিনি। তাঁর বোলিংহিসেব ১০-০-২৯-৪। স্কোরকার্ড যেন কথা বলে উঠছে!
8.37 pm: আউট! (মুস্তাফিজুর, কট ধাওয়ান বোল্ড বুমরা), বাংলাদেশ ১৭৩ অল আউট, ৪৯.১ ওভার
8.35 pm: মেহেদির পতনে উল্লসিত ভারত। মিস্টাইমড পুল, ডিপ মিড উইকেটে অপেক্ষায় ছিলেন ধাওয়ান।
8.32 pm: ভুবনেশ্বরের ওভারের প্রথম দুটো বলে মোর্তজার বিশাল ছক্কা, এবং তৃতীয় বলে অক্কা। অফের বাইরের ফুলটসে শাফল করে প্যাডল সুইপ মারতে গিয়ে শর্ট স্কোয়ার লেগে বুমরার তালুবন্দি বল।
8.30 pm: আউট! (মেহেদি হাসান, কট ধাওয়ান বোল্ড বুমরা), বাংলাদেশ ১৬৯/৯, ৪৭.২ ওভার
8.22 pm: আউট! (মাশরাফি মোর্তজা, কট বুমরা বোল্ড ভুবনেশ্বর), বাংলাদেশ ১৬৭/৮, ৪৬ ওভার শেষ
8.20 pm: ৪৬ ওভারে বাংলাদেশের স্কোর ১৫৫/৭
8.15 pm: আবার জুটি বাঁধছেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান। কেদার যাদব এবার বোলিংয়ে ফিরবেন কি? ৪৪.৩ ওভারে ১৫০ ছুঁল বাংলাদেশ।
Mehidy Hasan's impressive counterattack is giving Bangladesh some hope of a posting a respectable total. Can they breach 200?https://t.co/aWAqDdPBG5#INDvBAN#AsiaCup2018
— #IndvPAK #INDvHK #PAKvIND #AsiaCup (@INDCricNews) September 21, 2018
8.10 pm: চমৎকার ব্যাটিং করছেন মেহেদি। এই মুহূর্তে তাঁর স্কোর ৪০ বলে ৩৫। কেন টেল এন্ডার তিনি? এর মধ্যে ইনিংসের দ্বিতীয় ছক্কাও এসেছে তাঁরই ব্যাট থেকে। আবার বোলার চাহাল, এবার একস্ট্রা কভারের ওপর দিয়ে। টপ অর্ডার এই ব্যাটিং দেখছে কি?
7.57 pm: ৪১ ওভারের শেষে স্কোর ১৩২/৭
7.52 pm: বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা, চাহালের ফ্লাইটেড বল মিড উইকেটের ওপর দিয়ে তুলে দিলেন মেহেদি।
7.47 pm: ৩৮ ওভারের শেষে স্কোর ১২০/৭
7.45 pm: ১৬ বলে ১৪ রানের লড়াকু ইনিংস মেহেদির। টেল এন্ডার হিসেবে মোটেই ফেলনা নন।
7.40 pm: কাগজে কলমে অধিনায়ক না হতে পারেন, কিন্তু মাঠের রাজা এম এস ডি
Reading batsman's brain from behind the stumps! Thala Mastermind! #WhistlePodu #INDvBAN ???????? pic.twitter.com/2eK1ZBsKNf
— Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2018
7.35 pm: ৩৫ ওভার শেষ, স্কোর ১০৫/৭
7.32 pm: জাদেজার দশ ওভারের কোটা শেষ। ২৯ রান দিয়ে শিকারের সংখ্যা চার। বলের গতির চমৎকার হেরফের ঘটিয়ে আজকের ম্যাচে ভারতের সেরা বোলার। সাবাশ জাদ্দু! এখন পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা পাঁচটি পারফরম্যান্সের একটি।
7.27 pm: আউট! (মোসাদ্দেক হোসেন, কট ধোনি বোল্ড জাদেজা, ১২) জঘন্য স্লগ সুইপের মাশুল দিলেন মোসাদ্দেক।
7.25 pm: আউট! (মাহমুদুল্লাহ এল বি ডব্লিউ ভুবনেশ্বর, ২৫) কাঙ্খিত ব্রেক থ্রু, কিন্তু দুর্ভাগ্য মাহমুদুল্লাহর। রিপ্লেতে পরিষ্কার, বল আগে ব্যাটে লেগেছিল। আম্পায়ার আঙ্গুল তুলে দিলেন, এবং বাংলাদেশের কোন রিভিউ অবশিষ্ট না থাকায় প্যাভিলিয়নে ফিরতে হল মাহমুদুল্লাহকে। ভাগ্য বাংলাদেশের সঙ্গে নেই আজ।
7.20 pm: প্রতিরোধের দেওয়াল তোলার মরিয়া চেষ্টায় মাহমুদুল্লাহ-মোসাদ্দেক জুটি। দুশোর কাছাকাছি পৌঁছতে না পারলে হার অবধারিত হাতছানি দিয়ে ডাকতে শুরু করবে বাংলা ব্রিগেডকে। ৩২ ওভারের শেষে ১০০ ছুঁল বাংলাদেশ।
7.15 pm: দুশো বহু দূরের স্টেশন বাংলাদেশের কাছে। পৌনে দুশো হলেই আপাতত অনেক। কুলদীপের ওভারে দুটি বাউন্ডারির দৌলতে ৩১ ওভারের শেষে ৯৯/৫।
7.10 pm: চাহাল কে সরিয়ে বুমরা কে ফেরত আনলেন রোহিত। এই জুটিটা ভাঙতে পারলেই মোটামুটি ইনিংস শেষ।
7.00 pm: মাহমুদউল্লাহ এবং মোসাদ্দেক ১৩ রান জুড়েছেন। বাংলাদেশের স্বার্থে এদের অনেকক্ষণ টিকে থাকতে হবে। ২৭ ওভারের শেষে স্কোর ৮৩/৫
6.50 pm: শাকিব-মুশফিকুর-মিঠুন, তিন উইকেট তুলে বাংলাদেশ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পিছনে 'স্যার' রবীন্দ্র জাদেজাই, যিনি আদতে টিমেই ছিলেন না। ঢুকেছেন আহত অক্ষর প্যাটেলের জায়গায়। ২৪ ওভারের শেষে স্কোর ৭৭/৫
Big Brother @Atheist_Krishna can you photoshop and make the score 175/1? We want ???????? to win #INDvBAN #BANvIND pic.twitter.com/JOIuB9IJQU
— ব্যাঙলায়লি (@BelanWali) September 21, 2018
6.40 pm: কুড়ি ওভার পেরিয়ে গেছে। একুশ নম্বর ওভারে চাহালের জন্য দুটো স্লিপ! ওয়ান ডে-তে যা প্রায় অকল্পনীয়। এই বিলাসিতা অবশ্য দেখাতেই পারেন রোহিত। বাংলাদেশ তো ধুঁকছে। ২২ ওভারের শেষে ৭৪/৫
6.35 pm: ক্রিজে বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটিং জুটি, মাহমুদউল্লাহ-মোসাদ্দেক। স্কোর, ২০ ওভারে ৬৭/৫
6.30 pm: আউট! (মুশফিকুর রহিম, কট চাহাল বোল্ড জাদেজা, ২১)
6.25 pm: ১৭ ওভার শেষ, বাংলাদেশ ৬৩/৪
6.22 pm: কট বিহাইন্ডের জোর অ্যাপিল! থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে রক্ষা পেলেন মুশফিকুর।
6.20 pm: শেষ হলো ১৬ ওভার, বাংলাদেশ ৬০/৪
6.14 pm: আউট! (মিঠুন, এল বি ডব্লিউ জাদেজা, ৯)
6.08 pm: পঞ্চাশ পেরোলো বাংলাদেশ, আপাতত ৫৭/৩। রানরেট চার, ভদ্রস্থ। তিনটে উইকেট চলে গেছে বলে সার্বিকভাবে স্কোর ভদ্রস্থ দেখাচ্ছে না অবশ্য।
6.00 pm: ম্যাচে থাকতে গেলে অন্তত দুটো বড় জুটি চাই ওপার বাংলার। অভিজ্ঞতার দিক দিয়েই হোক বা স্কিল, শাকিব-মুশফিকুর জুটিই সেরা বাজি ছিল এই পরিস্থিতিতে। আপাতত বাংলাদেশের স্কোর ৪৯/৩।
5.54 pm: জঘন্য শট শাকিবের। অযথা সুইপ করতে গিয়ে টাইমিংয়ের গণ্ডগোল, লোপ্পা ক্যাচ ধাওয়ানের হাতে শর্ট স্কোয়ার লেগে। নিজের প্রতি বিরক্তি প্রকাশ করতে করতে ফিরলেন শাকিব।করারই কথা। আত্মঘাতী স্ট্রোক। দশ ওভারে বাংলাদেশ ৪৪-৩।
5.52 pm: আউট! (শাকিব আল হাসান, কট ধাওয়ান, বোল্ড জাদেজা, ১৭)
5.50 pm: ম্যাচের আগে হুংকার ছেড়েছিলেন জাদেজা। নিজের বোলিং স্পেল শুরু করলেন নো বল এবং দুটি বাউন্ডারি দিয়ে। শাকিবের কভার ড্রাইভ এবং সুইপে।
India Won The Toss, Elected To Beat The Hell Out Of Nagins ???????????? #INDvBAN #INDvsBAN
— Sir Ravindra Jadeja (@SirJadeja) September 21, 2018
5.45 pm: বল চাহালের হাতে তুলে দিলেন রোহিত। স্পিন চালু নবম ওভারে। আজ তৃতীয় সিমার নেই, চাহাল-কুলদীপ-কেদার-জাদেজার ওভারগুলো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
5.40 pm: অল্পের জন্য রক্ষা পেলেন মুশফিকুর! কট বিহাইন্ড হতে হতেও হলো না। কঠিন ক্যাচ, কিন্তু ক্যাচই। মুশফিকুরের খোঁচা ধোনির গ্লাভস এড়িয়ে বাউন্ডারিতে। ঝাঁপিয়েও নাগাল পেলেন না এম এস ডি। স্কোর ২৬/২, আট ওভারের শেষে।
5.30 pm: ক্রিজে আপাতত বাংলাদেশের দুই শ্রেষ্ঠ ব্যাটসম্যান, শাকিব এবং মুশফিকুর। বাউন্ডারি দিয়ে শুরু করলেন শাকিব। ছয় ওভারের শেষে স্কোর ২১/২।
5.27 pm: আউট! (নজমুল হোসেন শান্ত, কট শিখর, বোল্ড বুমরা, ৭)
5.25 pm: ভুবির আচমকা বাইউন্সার সামলাতে না পেরে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরৎ গেলেন লিটন। দুর্দান্ত লুফলেন কেদার। নামলেন শাকিব। বাংলাদেশ ১৫/১।
5.22 pm: আউট! (লিটন দাস কট কেদার, বোল্ড ভুবনেশ্বর কুমার, ৭)
5.20 pm: পিচে কোন ল্যাটারাল মুভমেন্ট নেই, নেই সিম-সুইংয়ের সাহায্য। এই বাইশ গজে উইকেট-টু-উইকেট বোলিংই সেরা পন্থা। ঠিক সেটাই করছেন ভুবি-বুমরা জুটি। পাওয়ার প্লে-তে বেশি রান তুলতে না দেওয়াই লক্ষ্য। চার ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ১৪। এখন পর্যন্ত একটিই বাউন্ডারি হয়েছে।
No surprise that India are playing Jadeja. As much with conditions in mind as the fact that he is the only bowler capable of batting at 7.
— Harsha Bhogle (@bhogleharsha) September 21, 2018
5.10 pm: স্রেফ একটি লেগ বাই দিয়ে নিজের প্রথম ওভারে বাংলাদেশকে বিনা উইকেটে পাঁচ রানে আটকে রাখলেন বুমরা।
5.05 pm: গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন ভুবনেশ্বর। একটা ওয়াইড বাদ দিলে আঁটোসাটো প্রথম ওভার। বাংলাদেশ বিনা উইকেটে চার।
One of the happiest day of my life. Need everyone's blessing. ???? @BCCI #BleedBlue #TeamIndia #AsiaCup18 pic.twitter.com/Pn1qJt4C9O
— Deepak Chahar (@ChaharDeepak9) September 21, 2018
5.00 pm: বাংলাদেশ একাদশ: লিটন দাস (W), নজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মহম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মাশরাফি মোর্তজা (C), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
ভারত একাদশ: রোহিত শর্মা (C), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ুডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (W), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, যুজবেন্দ্র চাহাল
4.50 pm: টসে জিতে প্রথমে বোলিং করবে ভারত। হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে এলেন রবীন্দ্র জাদেজা।
4.45 pm: রাসেল আর্নল্ডের পিচ রিপোর্ট অনুযায়ী, ঘাসের খুব একটা চিহ্ন নেই, পাটা উইকেট। কিছু ফাটল দেখা যাচ্ছে, যেগুলো পরের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই পিচে ২৫০ রান বেশ ভালো স্কোর বলে তাঁর মত।
It's almost time for the toss here at the Dubai International Stadium!
Win the toss and? #INDvBAN pic.twitter.com/pekHBMx50Y— AsianCricketCouncil (@ACCMedia1) September 21, 2018
4.25 pm: এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কায় আয়োজিত টি২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে। দীনেশ কার্তিকের লড়াকু ইনিংসের জোরে কোনমতে ম্যাচ বের করে নেয় ভারত, কিন্তু আজ অধিনায়ক রোহিত শর্মা সেই কঠিন জয়ের পুনরাবৃত্তি চাইবেন না।
4.15 pm: ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ভিড় জমাচ্ছেন সমর্থকরা।
#AsiaCup2108 : Indian and Bangladeshi fans outside the cricket stadium in Dubai, ahead of India- Bangladesh ODI match pic.twitter.com/0t4KkqO4cO
— ANI (@ANI) September 21, 2018