Advertisment

ইংল্যান্ডে আজই নামছেন কোহলিরা! কখন, কোন চ্যানেলে ম্যাচ, জেনে নিন বিস্তারিত

ঋষভ পন্থ এবং ঋদ্ধিমান সাহা দুজনেই আইসোলেশনে থাকায় কেএল রাহুল উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

India vs County XI Three-Day Warm-up Match Live Cricket Score Streaming Online: মঙ্গলবারই ভারত বনাম কাউন্টি একাদশের প্রস্তুতি ম্যাচের মাধ্যমে আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। ডারহামের এমিরেটস রিভারসাইড স্টেডিয়ামে মঙ্গলবার দুই দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের পরেই ভারত ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে পড়বে।

Advertisment

শুভমান গিল চোটের কারণে ছিটকে যাওয়ায় কাউন্টি দলের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যাবে মায়াঙ্ক আগারওয়াল এবং রোহিত শর্মাকে। ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থ দুজনেই আইসোলেশনে থাকায় উইকেটকিপার হিসাবে দেখা যাবে কেএল রাহুলকে। ইংল্যান্ডের কাউন্টি দলের নেতৃত্বে থাকবেন উইল রোডস। গুজরাটের জার্সিতে পাঁচ মরশুম আগে ক্রিকেটে হাতেখড়ি হওয়া হাসিব আহমেদও খেলবেন কাউন্টি দলের হয়ে।

আরো পড়ুন: চরম ব্যর্থ মনীশ পান্ডে কি বাদ! শ্রীলঙ্কায় দ্বিতীয় ম্যাচের আগেই জল্পনা তুঙ্গে

India vs County XI Warm-up Match details:

Where and what time will the India vs County XI Warm-up Match start?
কখন কোন সময়ে ভারত বনাম কাউন্টি ম্যাচ শুরু হবে?
২০ জুলাই মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪.৩০-এ ভারত বনাম কাউন্টি একাদশের প্রস্তুতি ম্যাচ শুরু হবে এমিরেটস রিভারসাইড স্টেডিয়ামে।

আরো পড়ুন: ১২২মিটার ছক্কা হজমে লজ্জার কীর্তি পাকিস্তানের! ব্যাটিংয়ে আগুন রাজস্থান তারকা, দেখুন ভিডিও

Which channel will telecast India vs County XI Warm-up Match?
কোন চ্যানেলে ভারত বনাম কাউন্টি একাদশের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে?
ভারতে ভারত বনাম কাউন্টি একাদশের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে না।

How to watch the live streaming of the India vs County XI Warm-up Match?
ভারত বনাম কাউন্টি একাদশের ম্যাচ কীভাবে লাইভ উপভোগ করা যাবে?
ভারত বনাম কাউন্টি একাদশের ম্যাচ সরাসরি দেখা যাবে ডারহাম ক্রিকেটের ইউটিউব চ্যানেলে।

ভারতীয় স্কোয়াড:
বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, আর অশ্বিন, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দুল ঠাকুর
স্ট্যান্ড বাই- প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, আরজান নাগওয়েসওয়ালা

যাঁদের পাওয়া যাবে না: ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা এবং অভিমন্যু ঈশ্বরণ (স্ট্যান্ড বাই)। তিনজনেই আইসোলেশনে রয়েছেন।

কাউন্টি একাদশ: উইল রোডস (ক্যাপ্টেন), রেহান আহমেদ, হাসিব আহমেদ, টম এস্পিনওয়েল, ইথান ব্যাম্বার, জেমস ব্রেসি, জ্যাক কার্সন, জ্যাক চ্যাপেল, লিন্ডন জেমস, জেক লিব্বি, ক্রেগ মাইলস, লিয়াম প্যাটারসন হোয়াইট, জেমস রিউ, রব ইয়েটস

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Cricket News England Virat Kohli BCCI Sports News Indian Cricket Team
Advertisment