IND vs ENG Highlights Cricket Score, 1st ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৮ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ী ভারত

India vs England 1st ODI Match Highlights Cricket Score Online Today Match: নাগপুরে ১ম ওয়ানডেতে ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে তোলে ২৪৮ রান। জবাবে ভারত ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ২৫১।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs ENG 1st ODI live

IND vs ENG 1st ODI Highlights: প্ৰথম ওয়ানডেতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড Photograph: (গ্রাফিক্স: সন্দীপন দে)

England vs India, 1st ODI Score card Updates from VCA, Nagpur: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ, নাগপুরে ৪ উইকেটে জিতল ভারত। ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়া ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করে অপরাজিত থাকলেন। রবীন্দ্র জাদেজা ১০ বলে ২টি চার-সহ ১২ রানে অপরাজিত রইলেন। এর আগে ফিরে যান শুভমান গিল। তিনি সাকিব মাহমুদের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন। ৯৬ বলে ১৪টি চারের সাহায্যে ৮৭ রান করেছিলেন শুভমান।

Advertisment

কেএল রাহুল, আদিল রশিদের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ফিরে যাওয়ার আগে ৯ বলে ২ রান করেছিলেন রাহুল। অক্ষর প্যাটেল ৪৭ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। আদিল রশিদের বলে প্যাটেল বোল্ড হন। শ্রেয়স আইয়ার জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। 

ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে তুলল ২৪৮ রান। কুলদীপ যাদবের বলে সাকিব মাহমুদকে স্ট্যাম্পড করেন কেএল রাহুল। তিনি ৪ বলেন ২ রান করেন। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন আদিল রশিদ । তিনি ১৬ বলে ৮ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জ্যাকব বেথেল। তিনি ৬৪ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৫১ রান করেছেন। মহম্মদ শামির বলে বোল্ড হন ব্রাইডন কার্স। তিনি ১৮ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন।

এর আগে হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। তিনি ১০ বলে ৫ রান করেছেন। অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বাটলার, হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। এর আগে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে হর্ষিত রানা বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। ফিল সল্টকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন দলের ৭৫ রানের মাথায়। 

Advertisment

বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জস বাটলারের দল। হাঁটুর চোটের কারণে বিরাট কোহলি এই ম্যাচে নেই। ভারত এই ম্যাচে তিন জন পেসার নিয়ে মাঠে নেমেছে।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

  • Feb 06, 2025 20:39 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ৬৮ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ী ভারত

    ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ, নাগপুরে ৪ উইকেটে জিতল ভারত। ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়া ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করে অপরাজিত থাকলেন। রবীন্দ্র জাদেজা ১০ বলে ২টি চার-সহ ১২ রানে অপরাজিত রইলেন। এর আগে ফিরে যান শুভমান গিল। তিনি সাকিব মাহমুদের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন। ৯৬ বলে ১৪টি চারের সাহায্যে ৮৭ রান করেছিলেন শুভমান। কেএল রাহুল আদিল রশিদের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ফিরে যাওয়ার আগে ৯ বলে ২ রান করেছিলেন রাহুল। অক্ষর প্যাটেল ৪৭ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। আদিল রশিদের বলে প্যাটেল বোল্ড হন। শ্রেয়স আইয়ার জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। 



  • Feb 06, 2025 20:29 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন

    ফিরে গেলেন শুভমান গিল। তিনি সাকিব মাহমুদের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন। ৯৬ বলে ১৪টি চারের সাহায্যে ৮৭ রান করেছিলেন শুভমান। কেএল রাহুল আদিল রশিদের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ফিরে যাওয়ার আগে ৯ বলে ২ রান করেছিলেন রাহুল। অক্ষর প্যাটেল ৪৭ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। আদিল রশিদের বলে প্যাটেল বোল্ড হন। শ্রেয়স আইয়ার জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। 



  • Feb 06, 2025 20:23 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ভারতের ৫ম উইকেটের পতন

    ফিরে গেলেন কেএল রাহুল। তিনি আদিল রশিদের বলে বোলারের হাতেই ধরা পড়েছেন। ফিরে যাওয়ার আগে ৯ বলে ২ রান করেছিলেন রাহুল। অক্ষর প্যাটেল ৪৭ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। আদিল রশিদের বলে প্যাটেল বোল্ড হন। শ্রেয়স আইয়ার জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। 



  • Feb 06, 2025 20:13 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ভারতের ৪র্থ উইকেটের পতন

    ফিরে গেলেন অক্ষর প্যাটেল। তিনি ৪৭ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। আদিল রশিদের বলে প্যাটেল বোল্ড হন। ৬০ বলে ৫০ রান করেছেন শুভমান গিল। ইনিংসে আছে ৭টি চার। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা সাততাড়াতাড়ি বিদায় নেওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরেছিলেন শুভমান ও শ্রেয়স আইয়ার। শ্রেয়স জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। 



  • Feb 06, 2025 19:32 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: অর্ধশতক শুভমানের

    ৬০ বলে ৫০ রান করেছেন শুভমান গিল। ইনিংসে আছে ৭টি চার। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা সাততাড়াতাড়ি বিদায় নেওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরেছিলেন শুভমান ও শ্রেয়স আইয়ার। শ্রেয়স জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হন। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন।   



  • Feb 06, 2025 19:00 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ভারতের ৩য় উইকেটের পতন, বিদায় শ্রেয়সের

    জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হলেন শ্রেয়স আইয়ার। তিনি ৩৬ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ৫৯ রান করেছেন। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন। 



  • Feb 06, 2025 18:52 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ৩০ বলে অর্ধশতক শ্রেয়সের


    শ্রেয়স আইয়ার ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেছেন। তিনি আপাতত ৯টি চার এবং ২টি ছয় মেরেছেন। শ্রেয়স আর শুভমানের (গিল) সৌজন্যে ভারত ১৩ ওভার শেষে দলের ১০০ রানের সীমা পার করে।



  • Feb 06, 2025 18:09 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: রোহিতের বিদায়, ভারতের ২য় উইকেটের পতন

    জয়ের লক্ষ্যে ২৪৯ রান তাড়া করতে নেমে দলের ১৯ রানের মাথায় ২য় উইকেট হারাল টিম ইন্ডিয়া। সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৭ বলে ২ রান করে বিদায় নিলেন। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন।



  • Feb 06, 2025 18:03 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ভারতের ১ম উইকেটের পতন

    জয়ের লক্ষ্যে ২৪৯ রান তাড়া করতে নেমে দলের ১৯ রানের মাথায় ১ম উইকেট হারাল টিম ইন্ডিয়া। জোফ্রা আর্চারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বলে ৩টি চার-সহ ১৫ রান করেছেন।



  • Feb 06, 2025 17:01 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে ২৪৮

    ইংল্যান্ড ৪৭.৪ ওভারে ১০ উইকেটে তুলল ২৪৮ রান। কুলদীপ যাদবের বলে সাকিব মাহমুদকে স্ট্যাম্পড করেন কেএল রাহুল। তিনি ৪ বলে ২ রান করেন। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন আদিল রশিদ । তিনি ১৬ বলে ৮ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জ্যাকব বেথেল। তিনি ৬৪ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৫১ রান করেছেন। মহম্মদ শামির বলে বোল্ড হন ব্রাইডন কার্স। তিনি ১৮ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন। এর আগে হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। তিনি ১০ বলে ৫ রান করেছেন। অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বাটলার, হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। এর আগে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে হর্ষিত রানা বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। ফিল সল্টকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন দলের ৭৫ রানের মাথায়। 



  • Feb 06, 2025 16:44 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন, ফিরলেন জ্যাকব বেথেল

    রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হলেন জ্যাকব বেথেল। তিনি ৬৪ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৫১ রান করেছেন। মহম্মদ শামির বলে বোল্ড হন ব্রাইডন কার্স। তিনি ১৮ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন। এর আগে হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। তিনি ১০ বলে ৫ রান করেছেন। অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বাটলার, হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। এর আগে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে হর্ষিত রানা বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। ফিল সল্টকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন দলের ৭৫ রানের মাথায়। 



  • Feb 06, 2025 16:33 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ইংল্যান্ডের ৭ম উইকেটের পতন, ফিরলেন ব্রাইডন কার্স

    মহম্মদ শামির বলে বোল্ড হলেন ব্রাইডন কার্স। তিনি ১৮ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন। এর আগে হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। তিনি ১০ বলে ৫ রান করেছেন। অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বাটলার, হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। এর আগে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে হর্ষিত রানা বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। ফিল সল্টকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন দলের ৭৫ রানের মাথায়। 



  • Feb 06, 2025 16:13 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন লিয়াম লিভিংস্টোন

    হর্ষিত রানার বলে কেএল রাহুলের হাতে ধরা পড়লেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১০ বলে ৫ রান করেছেন। অধিনায়ক জস বাটলার ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বাটলার, হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। এর আগে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে হর্ষিত রানা বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। ফিল সল্টকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন দলের ৭৫ রানের মাথায়। 



  • Feb 06, 2025 16:00 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ইংল্যান্ডের ৫ম উইকেটের পতন, ফিরলেন অধিনায়ক জস বাটলার

    টি২০ সিরিজে যখন ইংল্যান্ড দলের একের পর এক ব্যাটার এসেছেন এবং ফিরে গিয়েছেন, সেই সময়ও ধারাবাহিকভাবে ভালো রান করে গিয়েছেন অধিনায়ক জস বাটলার। বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামেও তিনি অর্ধশতক করলেন। ৬৭ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করেছেন বাটলার। অক্ষর প্যাটেলের বলে তিনি হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। এর আগে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। ফিল সল্টকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নেন দলের ৭৫ রানের মাথায়। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। এরপর হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে হর্ষিত রানা বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন।    



  • Feb 06, 2025 14:58 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন রুট

    ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন ঘটল। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হলেন জো রুট। তিনি ৩১ বলে ১টি চার-সহ ১৯ রান করেছেন। এর আগে ফিল সল্টকে রান আউট করেছেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নিয়েছেন দলের ৭৫ রানের মাথায়। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েছেন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। এরপর হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে রানার বলেই কেএল রাহুলের হাতে ধরা পড়েন।    



  • Feb 06, 2025 14:49 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: উইকেট না পেলেও ভালো বোলিংয়ের চেষ্টা শামির

    উইকেট না পেলেও আঁটোসাঁটো বোলিং করছেন পেসার মহম্মদ শামি। ৪ ওভারে ১টি মেডেন নিয়ে দিয়েছেন ১৯ রান। ইকোনমি রেট ৪.৭৫। তবে সবচেয়ে কম ইকোনমি রেট হার্দিক পান্ডিয়ার। ৩ ওভার বল করে ১টি মেডেন নিয়ে ৮ রান দিয়েছেন পান্ডিয়া। তাঁর ইকোনমি রেট ২.৬৭। সবচেয়ে বেশি ইকোনমি রেট অক্ষর প্যাটেলের। প্যাটেল ১ ওভারে ১৫ রান দিয়েছেন। হর্ষিত রানা ২ উইকেট এবং ১টি মেডেন পেলেও ৫ ওভারে ৪৩ রান দিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৮.৬০। কুলদীপ যাদব ২ ওভারে ১২ রান দিয়েছেন। আর রবীন্দ্র জাদেজা ২ ওভারে ৭।



  • Feb 06, 2025 14:26 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: প্রায় পরপর ৩ উইকেট পতন ইংল্যান্ডের

    ফিল সল্টকে রান আউট করেছেন শ্রেয়স আইয়ার। সল্ট ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছয়-সহ ৪৩ রান করে বিদায় নিয়েছেন দলের ৭৫ রানের মাথায়। হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েছেন বেন ডাকেট। তিনি ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করে ইংল্যান্ডের ৭৭ রানের মাথায় বিদায় নেন। এরপর হ্যারি ব্রুক ৩ বল খেলে বিনা রানে রানার বলেই কেএল রাহুলের হাতে ধরা পড়েন।      



  • Feb 06, 2025 14:10 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: রানাকে টার্গেট ইংল্যান্ডের ব্যাটারদের

    ইংল্যান্ডের ব্যাটাররা হর্ষিত রানাকে টার্গেট করেছেন। রানার শেষ ছয় বলে ২৬ রান নিয়েছেন ডাকেট, ফিল সল্টরা। উইকেটে ফাস্ট বোলারদের ভালো কিছু করে দেখানোর সুযোগ কম। এমনটা আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের ৩ স্পিনারই এখন রোহিতদের ভরসা।  পাওয়ারপ্লেতে বোলিংয়ে অক্ষর প্যাটেল অভিজ্ঞ। এটাই টিম ইন্ডিয়ার প্লাস পয়েন্ট। 



  • Feb 06, 2025 13:44 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: ভারতের হয়ে বল করছেন হর্ষিত রানা ও মহম্মদ শামি

    ভারতের হয়ে বল করছেন মহম্মদ শামি ও হর্ষিত রানা। পিচে বাউন্স আছে। ফিল সল্ট ও বেন ডাকেট থিতু হওয়ার জন্য সময় নিচ্ছেন। তাঁরা থিতু হয়ে গেলে ভারতের সমস্যা। তাই টিম ইন্ডিয়াকে আপাতত উইকেট ফেলতে হবে। স্লিপ রাখা হয়েছে। কিন্তু, বল তেমন সুইং করছে না। ফলে, চটপট উইকেট পাওয়ার সম্ভাবনা কম।



  • Feb 06, 2025 13:41 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: সূর্যকুমার যাদবের দলে ঢোকার কথা ছিল

    শোনা যাচ্ছে যে টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের একদিনের দলে ঢোকার কথা ছিল। কিন্তু, ভারত অধিনায়ক রোহিত শর্মা বদলে একজন বোলার নিয়েছেন। তাতে, টিম ইন্ডিয়ার কতটা লাভ হয়, সেটাই এখন দেখার।



  • Feb 06, 2025 13:37 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: পিচ রিপোর্ট

    দীপ দাশগুপ্ত ও গ্রেম সোয়ান তাঁদের পিচ রিপোর্টে জানিয়েছেন, এই মাঠে প্রচুর রান ওঠে। মাঠটা দৈর্ঘ্যে এবং প্রস্থে প্রায় কাছাকাছি- ৬৯ মিটার এবং ৬৮ মিটার। অনেকটা বর্গক্ষেত্রর মতই। সোজাসুজি বাউন্ডারির দৈর্ঘ্য ৭৫ মিটার। পিচ লাল-মাটির। পাথরের মত শক্ত। কিছুটা ঘাস আছে। বাতাসে আর্দ্রতা নেই, শুকনো। পেসারদের বিশেষ লাভবান হওয়ার সুযোগ কম। তবে, স্পিনাররা লাভবান হবেন। সেই সব কারণেই টসজয়ী দল এখানে প্রথমে বল করতে চাইবে।



  • Feb 06, 2025 13:32 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: অধিনায়করা যা বললেন

    রোহিত শর্মা: 
    আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম। শুরুতে বল করলে আক্রমণাত্মক হতে হবে। কিছুটা বিশ্রাম পেয়ে ভালো লাগছে। এখানে ভালো খেলতে চাই। জয়সওয়াল ও হর্ষিতের অভিষেক হচ্ছে। বিরাটের গত রাতে হাঁটুর সমস্যা দেখা দিয়েছে, খেলছে না।
    জস বাটলার: 
    আমরা আজ প্রথমে ব্যাট করব। এই ওডিআইগুলোর জন্য অপেক্ষা করছিলাম। জো রুট দলে ফিরেছে। সকলেই ভালো খেলতে চায়। আমরা সেরা দলের বিরুদ্ধেই খেলছি। তিন জন পেসার এবং একজন অতিরিক্ত স্পিনার কাম অলরাউন্ডার দলে আছে। 



  • Feb 06, 2025 13:23 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: দুই দলের একাদশ

    ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

    ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।



  • Feb 06, 2025 13:17 IST

    India vs England 1st ODI LIVE Cricket Score: নমস্কার নাগপুরে স্বাগত!

    বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ম্যাচ হতে চলেছে।



England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India