টানা খেলে চলেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় শেষ দুই টেস্টের পরে দেশের মাটিতে টানা চার টেস্টে ওপেন করেছেন হিটম্যান। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে রোহিত শর্মাকে ছাড়াই দল সাজালো ভারত।
কেএল রাহুলের সঙ্গে ওপেন করবেন শিখর ধাওয়ান। যদিও একদিন আগে বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে এসে বলে দিয়েছিলেন কেএল রাহুল-রোহিত শর্মা জুটিই প্রথম চয়েস। তৃতীয় ওপেনার হিসাবে থাকবেন শিখর ধাওয়ান। দুই ওপেনারের কেউ চোট আঘাত বা অন্য কোনো কারণে খেলতে না পারলে তবেই সুযোগ মিলবে ধাওয়ানের।
টসে জিতে এদিকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারত প্রথমে ব্যাটিং করছে।
তাঁর আগে টসের সময় কোহলি বলে দেন, "আমরা প্রথম কয়েকটি ম্যাচে দলের ব্যাটিং পরীক্ষা করে নিতে চাই। যেখানে শুরুতে ব্যাটিং করে শিশিরে বোলিং কতটা প্রভাব ফেলে তা দেখতাম। বিশ্বকাপের আগে বেশ কিছু বিষয়ে আমাদের উন্নতির জায়গা রয়েছে।"
এদিকে সূর্যকুমার যাদব স্কোয়াডে থাকলেও অভিষেকের জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে তাঁকে।
ভারতের প্রথম একাদশ:
শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল
ইংল্যান্ড প্রথম একাদশ:
জেসন রয়, জোশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান, স্যাম কুরান, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মার্ক উড
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন