ভেঙে পড়ল ভারতের ব্যাটিং, শ্রেয়সের দুরন্ত ফিফটিতে ১২৫ রানের টার্গেট দিল ইংল্যান্ডকে

বেনজির ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তেই মোতেরা সাক্ষী থাকল ব্যাটিং ব্যর্থতার। কোহলি শূন্য করলেন।

বেনজির ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তেই মোতেরা সাক্ষী থাকল ব্যাটিং ব্যর্থতার। কোহলি শূন্য করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টেস্ট থেকে টি২০। পাঁচদিনের ক্রিকেট থেকে সরাসরি স্বল্পতম ফরম্যাটের ক্রিকেট! এই পালাবদল মোটেই সুখের হল না ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে বেনজির ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী রেখে একদম ভেঙে পড়ল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৪/৭ রানে থেমে গেল ভারত। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ১২৫ রান।

Advertisment

ভারতীয় ইনিংসে তিন অংকের রান পেরোলেন মাত্র ৩ জন- পন্থ (২১), হার্দিক পান্ডিয়া (১৯) এবং শ্রেয়স আইয়ার (৪৮ বলে ৬৭)। এতেই প্রকট ভারতের ব্যাটিং ব্যর্থতা।

আরো পড়ুন: রোহিতকে ‘বাদ’ দিয়েই খেলতে নামল ইন্ডিয়া, কেন বাইরে হিটম্যান

বিরাট কোহলি আরো একবার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন। ইংরেজদের বিপক্ষে টেস্ট সিরিজেই দুবার রানের খাতা খোলার আগে ফিরেছিলেন। ফরম্যাট বদলে গেলেও কোহলি ০-র গেরো কাটাতে পারলেন না।

Advertisment

আর এই ব্যর্থতার দিনেই ব্যাট হাতে উজ্জ্বল শ্রেয়স আইয়ার। একাই হাফসেঞ্চুরি করে দলকে টেনে নিয়ে গেলেন। তাঁর ৬৮ রানের কার্যকরী ইনিংস সাজানো ৮টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারিতে।

ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই বিপর্যয় শুরু। ১/২, ২/৩ থেকে পাঁচ ওভারের মধ্যে স্কোর গিয়ে দাঁড়িয়েছিল ২০/৩-এ। দল হাফসেঞ্চুরি পেরোনোর আগেই ফিরে যান ঋষভ পন্থ (২১)।

ঠিক সেই সময় থেকেই ভারতের ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়া। দুজনে পঞ্চম উইকেটে যোগ করে যান মূল্যবান ৫৪ রান। তারপর আইয়ার দলকে ১২৪ পর্যন্ত টেনে নিয়ে যান।

ভারতের প্রথম একাদশ:
শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল

ইংল্যান্ড প্রথম একাদশ:
জেসন রয়, জোশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান, স্যাম কুরান, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মার্ক উড

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team