Advertisment

মানুষ না বাজপাখি! কেএল রাহুলের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে তাজ্জব সবাই, দেখুন দুরন্ত ভিডিও

ভারতের টপ অর্ডার গুটিয়ে যাওয়ার পর একা শ্রেয়স আইয়ার লড়াই চালালেন। অন্য প্রান্ত থেকে কোনোরকম সহায়তা ছাড়াই শ্রেয়স ৪৮ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওপেনার হিসাবে জাতীয় দলে ফিরলেও কেএল রাহুল ব্যাট হাতে দাগ কাটতে পারেননি। তবে ফিল্ডিংয়ে তারকা ক্রিকেটার মন জিতে নিলেন জস বাটলারের নিশ্চিত এক ছক্কা বাঁচিয়ে দিয়ে। ইংল্যান্ড ৮ উইকেটে ম্যাচ জিতে নিলেও কেএল রাহুলের অতিমানবিক ফিল্ডিংয়ের রেশ কাটছেই না। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তারকাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

Advertisment

ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। ভারতের ১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমেছিলেন দুই ইংরেজ ওপেনার জস বাটলার এবং জেসন রয়। আর চতুর্থ ওভারেই সেই ঘটনা। অক্ষর প্যাটেলের বলে এগিয়ে এসে সোজা হাঁকিয়েছিলেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। তবে পুরোপুরি সফল হননি। রাহুল ফিল্ডিং করছিলেন ডিপে। পিছনে ডাইভ দিয়ে সেই বল তালুবন্দি করেন। তারপরে উড়ন্ত অবস্থাতেই উপলব্ধি করেন বাউন্ডারি লাইনের বাইরে বেরিয়ে এসেছেন। সেকেন্ডের ভগ্নাংশে সেই বল মাঠে রিলিজ করে দেন। নিশ্চিত ওভার বাউন্ডারি সেভ করে দেন তিনি।

আরো পড়ুন: মাঠেই লেগে গেল সুন্দরের সঙ্গে বেয়ারস্টোর, আগুনে জল ঢাললেন আম্পায়ার, রইল ভিডিও

কেএল রাহুলের দুরন্ত এই প্রচেষ্টা অবশ্য মাঠেই মারা গেল। কারণ ভারতের সামান্য টার্গেট কোনোরকম ঘাম না ঝড়িয়েই তুলে দেন ইংরেজ তারকারা। ২৭ বল বাকি থাকতে হাতে ৮ উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল এবং শিখর ধাওয়ান দুজনেই হতাশ করলেন। বিরাট কোহলি আরো একবার শূন্য করলেন। ভারতের টপ অর্ডার গুটিয়ে যাওয়ার পর একা শ্রেয়স আইয়ার লড়াই চালালেন। অন্য প্রান্ত থেকে কোনোরকম সহায়তা ছাড়াই শ্রেয়স ৪৮ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলে যান। ২০ ওভারে ভারত তুলেছিল মাত্র ১২৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের রান তাড়া সহজ করে দেন ওপেনার জেসন রয় (৩২ বলে ৪৯)। তাঁকে যোগ্য সহায়তা করে যান জস বাটলার (২৮), ডেভিড মালান (২৪) এবং জনি বেয়ারস্টো (২৬)। ৪.৩ ওভার বাকি থাকতেই ইংল্যান্ড জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

আর হেরে যাওয়া ম্যাচেই সুপারম্যান হয়ে আলোচনায় কেএল রাহুল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KL Rahul Indian Cricket Team
Advertisment