Advertisment

ঘরের মাঠে কলঙ্কের হার ইন্ডিয়ার, কোহলি একা লড়েও বাঁচাতে পারলেন না

পঞ্চম দিনের শুরুর সেশনেই ভারতের হার কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। খারাপ পিচে ইংরেজদের হয়ে দুরন্ত বোলিং করলেন আন্ডারসন। যোগ্য সহায়তা বাকি বোলারদেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড: ৫৭৮ এবং ১৭৮

Advertisment

ভারত: ৩৩৭ এবং ১৯২

এখনো একটা সেশন বাকি। তার আগেই হুড়মুড়িয়ে ১৯২ রানে খতম হয়ে গেল ভারতীয় ইনিংস। চেন্নাইয়ে সাড়ে চার দিন ম্যাচ শেষ করে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের জয় এল ২২৭ রানের ব্যবধানে। ঘরের মাঠে লজ্জার হার হজম করতে হল ভারতকে। ২০১৭ সালের পর এই প্রথম দেশের মাঠে টেস্ট হারল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে দুরন্ত ডাবল সেঞ্চুরি করার জন্য ম্যাচের সেরা ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

কোহলি একা লড়াই করলেন। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে বেন স্টোকসের বলে ৭২ রানে আউট হতেই ভারতীয় ইনিংসের কফিনে শেষ পেরেক পড়ে। শুভমান গিলের সঙ্গে ভারতীয় ইনিংসের দ্বিতীয় হাফসেঞ্চুরিয়ান তিনি।

আরো পড়ুন: কুলদীপের টুঁটি চিপে ধরলেন সিরাজ, ভারতীয় ড্রেসিংরুমের ঝামেলার ভিডিওয় বিতর্ক তুঙ্গে

চতুর্থ দিনের শেষে রোহিত শর্মাকে হারানোর পর ভারত এদিন লাঞ্চের আগে আরো পাঁচ উইকেট হারায়। ক্রিজে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন।

লাঞ্চের পরেই অশ্বিন আউট হয়ে যান। তখনই খেলা যেন নিয়মরক্ষার হয়ে পড়েছিল। তারপর কোহলি ফিরতেই খেল খতম।

এদিন ভারতীয় ইনিংসের ভাঙন শুরু করেন জেমস আন্ডারসন। শেষদিনের পিচে দুরন্ত রিভার্স সুইংয়ের নমুনা তুলে ধরেন তারকা পেসার। আর তাতেই ভারতের মিডল অর্ডার কেঁপে গেল। শুভমান গিল, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থকে ফেরালেন তিনি। তারপর টেলএন্ডারদের ভাঙেন লিচ এবং বেস।

প্রথম ইনিংসে ডম বেস দুরন্ত বোলিং করার পরে দ্বিতীয় ইনিংসে ঘূর্ণি পিচে জ্বলে উঠলেন জ্যাক লিচ। ৪ শিকার তাঁর সংগ্রহে।

গতকাল ভারত ১ উইকেট খুইয়ে ৩৯ তুলে ফেলেছিল। ক্রিজে ছিলেন সেট হয়ে যাওয়া শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। ভাবা হয়েছিল দুজনে ক্রিজে কিছুটা সময় কাটিয়ে দিতে পারলেই ম্যাচ বাঁচানো সহজ হবে ভারতের। তবে এদিন শুরুতেই লিচের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পূজারা (১৫)।

তারপর গিল-কোহলি পার্টনারশিপ জমে গিয়েছিল। তবে হাফসেঞ্চুরি পূর্ণ করার পরেই গিলকে বোল্ড করে দেন আন্ডারসন। সেই ওভারেই ইংরেজ তারকা পেসার ফেরান অজিঙ্কা রাহানেকে (০)। সেই স্পেলেই আন্ডারসন তুলে নেন ঋষভ পন্থকেও (১১)। সেখানেই যেন কার্যত নিশ্চিত হয়ে যায় ভারতের হার।

সবমিলিয়ে ভারতীয় ইনিংসে তিনজন রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান।

ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment