সেই ত্রাতা পন্থ এবং চেতেশ্বর পূজারা। দুই তারকার ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। হাফসেঞ্চুরি করে দুজনই আপাতত টানছেন দলকে। স্কোরবোর্ড একসময় ৭৩/৪ হয়ে গিয়েছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর ভরসা ছিলেন ক্যাপ্টেন কোহলি। তবে পিতৃত্বের ছুটি কাটিয়ে প্রত্যাবর্তন মোটেই সুখের হল না তাঁর। মাত্র ১১ রান করে ডম বেসের শিকার তিনি। অলি পোপের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। সহ অধিনায়ক রাহানেও বেশিক্ষণ টিকলেন না। রানের খাতা খুলে মাত্র ১ রানে আউট সেই ঘাতক বেসের বলে।
ঠিক যখন মনে হচ্ছিল আরো এক লজ্জাজনক অধ্যায় অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য। তখনই খেলা ধরে নেন পন্থ এবং পূজারা। দুজনেই পঞ্চম উইকেটের পার্টনারশিপে ১০০ রান যোগ করে ফেলেছেন।
আরো পড়ুন: কুলদীপের টুঁটি চিপে ধরলেন সিরাজ, ভারতীয় ড্রেসিংরুমের ঝামেলার ভিডিওয় বিতর্ক তুঙ্গে
ওয়ানডের মেজাজে ব্যাট করে পন্থ শেষ আপডেট অনুযায়ী করে ফেলেছেন ৫৯ বলে ৬৮। অন্যদিকে ধীর মেজাজে পূজারা পরিচিত ভঙ্গিতে করেছেন ১২১ বলে ৫৭।
এদিকে, প্রথম ইনিংসে ইংল্যান্ড থামল ৫৭৮ রানে। দ্বিতীয় দিনের শেষে ইংরেজরা স্কোরবোর্ডে তুলেছিল ৫৫৫/৮। এদিন আরো ২৩ রান যোগ করার ফাঁকেই বাকি দুই উইকেট হারায় ইংল্যান্ড।সবমিলিয়ে জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনেই ৩টে করে উইকেট নিলেন। শাহবাজ নাদিম এবং ইশান্ত শর্মার সংগ্রহে ২টো করে শিকার।
ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন