ধোনি হওয়ার ইঙ্গিত দিচ্ছেন পন্থ। অন্তত, নটিংহ্যামের প্ৰথম দিন দুরন্ত রিভিউ নিতে যেভাবে ক্যাপ্টেন কোহলিকে সাহায্য করলেন তারকা উইকেটকিপার, তাতে ক্রিকেট বিশ্ব এবার ধোনির উত্তরসূরি হয়ে ওঠারই ইঙ্গিত। বাইশ গজে যেভাবে নির্ভুল ডিআরএস নিতেন টিম ইন্ডিয়ার প্রাক্তন, তারই যেন প্রতিচ্ছবি দেখা গেল নটিংহ্যামে।
ট্রেন্টব্রিজ টেস্টে প্ৰথম দিনেই চালকের আসনে ভারত। রুদ্ধশ্বাস ক্রিকেট যুদ্ধ উপভোগ করল বিশ্ব। জো রুট টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্ৰথম সেশনেই ভারত জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে জাঁকিয়ে বসার ইঙ্গিত দিয়ে রেখেছিল।
আরো পড়ুন: আগুনে বুমরা-শামির কাছে ঝলসে গেল ইংল্যান্ড! ঘরের মাঠেই নাস্তানাবুদ ইংরেজরা
তবে এমন সময়েই শিরোনামে উঠে এলেন ঋষভ পন্থ। দুরন্ত অনুমান ক্ষমতার সৌজন্যে পন্থ কোহলিকে নির্ভুল ডিআরএস নেওয়ার অনুরোধ জানান। আর কোহলি পন্থের ওপর ভরসা করে রিভিউ নিতেই কেল্লাফতে। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান জ্যাক ক্রলি।
পিচে সিমারদের জন্য যথেষ্ট রসদ মজুত। এমন অবস্থায় জসপ্রীত বুমরা প্রথম ওভারেই রোরি বার্নসকে ফেরত পাঠান। আর জ্যাক ক্রলিকে ফেরায় মহম্মদ সিরাজের অনবদ্য ইনসুইং। যেখানে ব্যাটের কানায় লেগে পন্থের হাতে ক্যাচ পৌঁছে যায়।
ঘটনাচক্রে সেই রিভিউ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ একইভাবে কয়েক বল আগেই সিরাজের ওভারেই আউটের জন্য তৃতীয় আম্পায়ারের মুখাপেক্ষী হয়েছিল ভারত। প্ৰথমে আম্পায়ার আবেদনে সাড়া না দেওয়ায় ভারত রিভিউ নেয়। সেই রিভিউয়ে দেখা যায় বল ব্যাটের কানা মোটেই স্পর্শ করেনি। তারপরেই একইভাবে একই আউটের জন্য রিভিউ নেয় ভারত, ঋষভ পন্থ কোহলিকে জোরাজুরি করায়।
তবে এবার আর কোহলিকে হতাশ হতে হয়নি। আল্ট্রা এজে ব্যাটের কানায় লাগার ঘটনা স্পষ্ট হতেই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। একটা রিভিউ নষ্ট হওয়ার পরে ক্রলির উইকেট যে কোহলিকে বেশ স্বস্তি দিয়েছে, তা স্পষ্ট হয় ক্যাপ্টেনের সেলিব্রেশনেই।
দিনের শেষে ভারত চালকের আসনে থেকেই প্যাভিলিয়নে ফিরেছে। ভারতীয় পেসারদের দাপটে মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছে ইংরেজরা। বুমরা একাই নিয়েছেন ৪ উইকেট। মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুরের দখলে যথাক্রমে তিনটে এবং দুটো উইকেট। মহম্মদ সিরাজের শিকার একটি। জবাবে ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ২১ তুলে ফেলেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন