ভেঙে পড়ল ভারতের ব্যাটিং, কুৎসিত হারের মুখে একা কুম্ভ এখন কোহলি

পঞ্চম দিনের শুরুর সেশনেই ভারতের হার কার্যত নিশ্চিত হয়ে গেল। খারাপ পিচে ইংরেজদের হয়ে দুরন্ত বোলিং আন্ডারসনের।

পঞ্চম দিনের শুরুর সেশনেই ভারতের হার কার্যত নিশ্চিত হয়ে গেল। খারাপ পিচে ইংরেজদের হয়ে দুরন্ত বোলিং আন্ডারসনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিশ্চিত হারের সামনে ভারত। চতুর্থ দিনের শেষে রোহিত শর্মাকে হারানোর পর ভারত এদিন লাঞ্চের আগে আরো পাঁচ উইকেট হারাল। ক্রিজে ব্যাটিং করছেন বিরাট কোহলি (৪৫ নট আউট) এবং রবিচন্দ্রন অশ্বিন (২)। আপাতত ভারত ১৪৪/৬। অসম্ভব জয়ের জন্য ভারতকে এখনো তুলতে হবে ২৭৬ রান। হাতে মাত্র ৪ উইকেট নিয়ে বাকি দুই সেশন কাটিয়ে দেওয়াই চ্যালেঞ্জ কোহলি ব্রিগেডের।

Advertisment

শেষদিনে চেন্নাইয়ের ঘুর্ণি পিচে কোনো স্পিনার নন, ভারতীয় ব্যাটিং দুমড়ে গেল জেমস আন্ডারসনের কাছে। শুভমান গিল, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থকে ফেরালেন তিনি। জ্যাক লিচ ইতিমধ্যেই ফিরিয়েছেন পূজারা এবং রোহিত শর্মাকে। ডম বেসের শিকার ওয়াশিংটন সুন্দর।

আরো পড়ুন: দুরন্ত পারফরম্যান্স করেও ইংল্যান্ড সিরিজে বাদ! অবশেষে মুখ খুললেন নটরাজন

Advertisment

গতকাল ভারত ১ উইকেট খুইয়ে ৩৯ তুলে ফেলেছিল। ক্রিজে ছিলেন সেট হয়ে যাওয়া শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। ভাবা হয়েছিল দুজনে ক্রিজে কিছুটা সময় কাটিয়ে দিতে পারলেই ম্যাচ বাঁচানো সহজ হবে ভারতের। তবে এদিন শুরুতেই লিচের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পূজারা (১৫)।

তারপর গিল-কোহলি পার্টনারশিপ জমে গিয়েছিল। তবে হাফসেঞ্চুরি পূর্ণ করার পরেই গিলকে বোল্ড করে দেন আন্ডারসন। সেই ওভারেই ইংরেজ তারকা পেসার ফেরান অজিঙ্কা রাহানেকে (০)। সেই স্পেলেই আন্ডারসন তুলে নেন ঋষভ পন্থকে (১১)। সেখানেই যেন কার্যত নিশ্চিত হয়ে যায় ভারতের হার।

এরপর বিরাট কোহলি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নেমেই আউট হয়ে যান প্রথম ইনিংসের ব্যাট হাতে নায়ক ওয়াশিংটন সুন্দর (০)।

ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team