IND vs ENG 1st Test: ঋষভ পন্থই লজ্জার হারের 'নাটের গুরু'! জোড়া সেঞ্চুরির পরও কীভাবে হারল ভারত জানেন?

India vs England 1st Test Result: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ছিল একেবারে ফেভারিট। কিন্তু ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ইংল্যান্ড ইতিহাস গড়ে ৩৭০ রানের বিশাল লক্ষ্যকে হেলায় হাসিল করে নেয়।

India vs England 1st Test Result: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ছিল একেবারে ফেভারিট। কিন্তু ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ইংল্যান্ড ইতিহাস গড়ে ৩৭০ রানের বিশাল লক্ষ্যকে হেলায় হাসিল করে নেয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Record: লিডস টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে ঋষভ পন্থ ইতিহাস গড়েছেন

Rishabh Pant Record: লিডস টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে ঋষভ পন্থ ইতিহাস গড়েছেন

Reason behind India lost to England: জোড়া সেঞ্চুরি করেও ঋষভ পন্থ (Rishabh Pant) ভারতের জন্য অপয়া! শুনতে অবাক লাগলেও পরিসংখ্যান তা-ই বলছে। ঋষভ পন্থ দুই ইনিংসে শতরান করেও লিডস টেস্টে ভারতকে (India vs England) জেতাতে পারলেন না। এটা যেন তাঁর দুর্ভাগ্যই বলা চলে, কারণ তিনি যখনই বিদেশের মাটিতে সেঞ্চুরি করেন, তখনই টিম ইন্ডিয়া (Indian Cricket Team) হেরে যায়।

Advertisment

০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ছিল একেবারে ফেভারিট। কিন্তু ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ইংল্যান্ড ইতিহাস গড়ে ৩৭০ রানের বিশাল লক্ষ্যকে হেলায় হাসিল করে নেয়। ইংরেজরা পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় এবং পাঁচ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে যায়।

Advertisment

আরও পড়ুন একে তো লজ্জার হার, তার উপরে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৪ কলঙ্কের বোঝা!

পন্থের সেঞ্চুরি মানেই ভারতের দুর্ভাগ্য?

ম্যাচ শেষে এমন এক রেকর্ড সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে, পন্থের সেঞ্চুরি যেন দলের জন্য ‘ব্যাডলাক’। ম্যাচের প্রথম ইনিংসে পন্থ ১৩৪ এবং দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন। তবু ভারত জয় পায়নি।

আরও পড়ুন জেতা ম্য়াচ আচমকাই হাতছাড়া, এই ৫ কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে হারল টিম ইন্ডিয়া

বিদেশে সাতটি টেস্ট শতরান, একটিতেও জয় নয়

এটি ছিল বিদেশের মাটিতে ঋষভ পন্থের ষষ্ঠ টেস্ট শতরান। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ড সফরে তাঁর ১১৮ রানের ইনিংসও দলকে জেতাতে পারেনি। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৫৯ রান ম্যাচ ড্রয়ে শেষ হয়েছিল। এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১০০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেন। তবুও দল হেরে যায়।

আরও পড়ুন ইংল্যান্ডের কাছে লজ্জার হারের জের, দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন এই ৩ ক্রিকেটার

শেষ দিনে ইংল্যান্ডের দুর্দান্ত রান তাড়া

ম্যাচের পঞ্চম দিনে ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল। ওপেনার জ্যাক ক্রলি করেন ৬৫ রান এবং বেন ডাকেট খেলেন দুরন্ত ১৪৯ রানের ইনিংস। তাঁর ইনিংসই ম্যাচ ঘুরিয়ে দেয়। এরপর জো রুট অপরাজিত ৫৩ রান করেন। বেন স্টোকস ও জেমি স্মিথ যথাক্রমে ৩৩ ও ৪৪ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

আরও পড়ুন 'বিরাট যদি খেলত...', আক্ষেপ কিছুতেই ঘুচছে না সৌরভের

Rishabh Pant Indian Cricket Team India vs England